Teacher Recruitment Scam – 1 লক্ষ শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা। শিক্ষা দফতরের কড়া নির্দেশ।
Teacher Recruitment Scam বা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার খুবই গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। শিক্ষক নিয়োগ নিয়ে অনেক রাজ্যেই চলছে অশান্তি। পশ্চিমবঙ্গে যেমন চলছে, তেমনি চলছে পাশের রাজ্যেও। বছর শেষে 4 হাজার জন শিক্ষকদের কপাল পুড়ল। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারে এমন ছবি ধরা পড়ল। গত বছরের ডিসেম্বর মাসে 1 লক্ষ নতুন শিক্ষক নিয়োগ করা হয় বিহারে। কিন্তু এই নিয়োগ ঘিরেই শুরু হয়েছে অশান্তি।
Teacher Recruitment Scam Latest News.
এই নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ উঠে এসেছে। আর এই অভিযোগের ভিত্তিতেই আবার সেই সব শিক্ষকদের রি-ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে বিহার শিক্ষা দফতরের মুখ্য সচিব কেকে পাঠক। আগামী 15ই জানুয়ারির মধ্যেই রি-ভেরিফিকেশন শেষ করতে হবে (Teacher Recruitment Scam). সূত্র মারফত জানা গিয়েছে এই জালিয়াতির অভিযোগে 4000 জন শিক্ষকদের রি-ভেরিফিকেশনের জন্যে ডেকেছিল শিক্ষা দফতর (Education Department).
আর সেখানে 3 জন ভুয়ো শিক্ষক দেখা যায়। তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু তারা সেখানে উপস্থিত হয়নি। পরে তাদের খোঁজ করেও পাওয়া যায়নি। এই আবহে এখন সব নিযুক্ত শিক্ষকদেরই রি-ভেরিফিকেশনের নির্দেশ (Teacher Recruitment Scam) দিয়েছে বিহার শিক্ষা দফতর। উল্লেখ্য, লাগাম ছাড়া দুর্নীতির মধ্যেই নিয়োগ নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছিল বিহারে। আগের মত পঞ্চায়েত রাজ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আর শিক্ষক নিয়োগ করা হয়নি এবার।
এবারের নিয়োগ প্রক্রিয়া পুরোটাই কেন্দ্রীয় প্রক্রিয়ায় আনা হয়েছিল। নতুন নিয়মে, সেন্ট্রাল টিচার্স এলিজিবিটি টেস্ট (CTET) এবং স্টেট টিচার্স এলিজিবিটি টেস্ট (রাজ্য সিটেট) উত্তীর্ণ প্রার্থীরা সেই শিক্ষক নিয়োগ (Teacher Recruitment Scam) পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তাও জালিয়াতির আভিযোগ উঠে এসেছে। এদিকে পাশের রাজ্যে শিক্ষকদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা করা হয় গত এপ্রিল মাসে।
তবে সেই পে স্কেল (Pay Scale) এবং নতুন নিয়মে অসন্তোষ প্রকাশ করেছিলেন শিক্ষকরা। তাদের বক্তব্য, 2006 সাল থেকে শিক্ষক নিয়োগের নিয়মে বদল করছে সরকার। 2006 সালের পর থেকে শিক্ষকদের কোনো পদোন্নতি হয়নি। নতুন নিয়মেও এর কোনো উল্লেখ নেই। প্রসঙ্গত, সরকারি শিক্ষকদের নতুন পে স্কেল কার্যকর করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি (Teacher Recruitment Scam) গঠন করেছিল বিহার সরকার (Government Of Bihar).
এই আবহে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সম্প্রতি 1.2 লক্ষ শিক্ষক নিয়োগ করা হয়। তাদের জন্য নতুন পে স্কেল কার্যকর করা হয়েছে। অভিযোগ, বর্তমানে যে 4 লক্ষ সরকারি শিক্ষক পঞ্চায়িত রাজ ব্যবস্থার মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তাদের থেকে অনেকটা বেশি বেতন পাবেন BPSC র মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষকরা। তবে এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া (Teacher Recruitment Scam) নিয়ে অভিযোগ উঠেছে।
Written by Ananya Chakraborty.
ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই লোকসান।