অর্থনীতি

Bajaj Finance FD: ফিক্সড ডিপোজিটে ৯% সুদ! 2024 সালে সর্বোচ্চ FD সুদের হার

ফিক্সড ডিপোজিটে (Bajaj Finance FD) বিনিয়োগ করতে চাইলে তাদের জন্য দারুণ সুযোগ। এবারে এবারে আর ৬ বা ৭ শতাংশ সুদ নয়! একেবারে ৯% বার্ষিক সুদ পাবে গ্রাহকরা (Bajaj Finserv FD). আর এর মাধ্যমে সকল গ্রাহকদের অনেক সুবিধা হতে চলেছে। ভবিষ্যতের জন্যে সঞ্চয় (FD Investment) করা দরকার প্রতিটি মানুষের। মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা অর্থ বিনিয়োগ করার জন্য এমন এক মাধ্যম খোজে যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসে।

Bajaj Finance FD Interest Rates 2024.

এমন বিনিয়োগ মাধ্যম হল ফিক্সড ডিপোজিট বা Bajaj Finance FD. এই স্কীমে টাকা বিনিযোগ করলে নির্দিষ্ট মেয়াদের জন্যে টাকা লক ইন পিরিয়ডে থাকে। আর সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকার মধ্যে যুক্ত হয় সুদের হার। ফলে মেয়াদ শেষে FD Scheme থেকে গ্রাহক সুদ সহ অনেকটা বেশি টাকা ফেরত পান। Bajaj Finance FD এর সুবিধা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আছে।

বাজাজ ফাইনান্স ফিক্সড ডিপোজিট ২০২৪

তবে এই সংস্থা ভেদে সুদের হার আলাদা। তাই গ্রাহক এমন Bajaj Finance FD এর স্কীম বেছে নেন যেখানে বেশি সুদ পাওয়া যায়। আজ আপনাদের সাথে এমন এক সংস্থার FD এর কথা বলবো যেখানে বেশি সুদ দেওয়া হচ্ছে। আমরা সকলেই Bajaj Finserv বা বাজাজ ফাইনান্স সম্পর্কে জানি। মূলত অনাকেই Bajaj Finserv EMI Card এর মাধ্যমে EMI নিয়ে ইলেকট্রিকাল সামগ্রী কিনে থাকেন।

Bajaj Finance FD 2024

এই সংস্থা গ্রাহকদের FD তে 9% সুদের হার অফার করছে। সুদের হার (FD Interest Rate) সম্প্রতি বাড়িয়েছে এই সংস্থা। এই জন্য অনেক গ্রাহকরাই ব্যাংক বা পোস্ট অফিসে নিজেদের টাকা না রেখে এই Bajaj Finance FD বা বাজাজ ফাইনান্স ফিক্সড ডিপোজিটে নিজেদের টাকা বিনিয়োগ করছেন। চলুন এই সংস্থায় বিনিয়োগ করলে FD তে কত সুদ দেওয়া হয় সে বিষয়ে জেনে নিন।

ITR Filling (আয়কর রিটার্ন)

Bajaj Finance FD Interest Rate

  • 12 মাস থেকে 14 মাস মেয়াদি FD এর জন্যে সুদের হার দিচ্ছে 7.40%.
  • 15 মাস থেকে 23 মাস মেয়াদি FD এর জন্যে সুদের হার দিচ্ছে 7.50%.
  • 25 মাস থেকে 35 মাস মেয়াদি FD এর জন্যে সুদের হার দিচ্ছে 7.80%.
  • 36 মাস থেকে 60 মাস মেয়াদি FD এর জন্যে সুদের হার দিচ্ছে 8.80%.
  • 42 মাসের FD এর জন্যে সুদের হার দিচ্ছে 8.60%.

বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট সুদের হার কত? জেনে নিয়ে বিনিয়োগ করুন

বাজাজ ফাইনান্স সিনিয়ার সিটিজেনদের (Bajaj Finance FD Interest Rate for Senior Citizens) জন্যে বিশেষ সুবিধা দেয়। সাধারন গ্রাহকদের তুলনায় সিনিয়ার সিটিজেনরা বেশি সুদ লাভ করে। 8.85% সুদ পান সিনিয়ার সিটিজেনরা। 42 মাস মেয়াদী ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সর্বোচ্চ সুদ লাভ করেন প্রবীণ নাগরিকরা অর্থাৎ বাজাজ ফাইন্যান্সের FD স্কিমে বিনিয়োগ করে চড়া সুদের হারে মেয়াদ শেষে অনেক বেশি টাকা লাভ করা সম্ভব।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *