অর্থনীতি

Indian Currency: 10 ও 20 টাকার নোট ছাপানো বাতিল? সরকারের তরফে কি প্রতিক্রিয়া?

এখনো আমাদের দেশে ক্যাশ টাকার (Indian Currency) মাধ্যমে লেনদেন করছেন অনেকেই। যতই অনলাইনের মাধ্যমে টাকা দেওয়া হোক না কেন অনেকে এই সম্পর্কে কম জানার কারণের জন্য তারা সরাসরি নগদের বিনিময়ে লেনদেন করতেই বেশি পছন্দ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু এখন উৎসবের মরশুম চলার মাঝেই খুচরোর সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককে।

10 and 20 Rupees Indian Currency Update

পাওয়া যাচ্ছে না 10, 20 ও 50 টাকার নোট! এতে অসুবিধায় পড়তে হচ্ছে ছোট ব্যবসায়ী, হকার ও দিন মজুরদের। কিন্তু কেন এমন হচ্ছে? আর রাস্তা ঘাটে বেরোলে বা চলে ফেরা করলে আমরা নগদে লেনদেন করার সময়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছি। কিন্তু কেন এখন এমন হচ্ছে বা কেন খুচরো টাকা পাওয়া যাচ্ছে না? সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Indian Currency Note Shortage!

কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর জানিয়েছেন, এমন বহু মানুষ আছে যাদের এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম নেই। তাদের নগদ লেনদেনের উপরেই ভরসা করতে হয়। 10 ও 20 টাকার নোট পাওয়া যাচ্ছে না বলে এইসব মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে (Indian Currency). হঠাৎ উধাও 50 টাকার নোট এর সাথে 10 ও 20 টাকার নোট ও পাওয়া যাচ্ছে না। যাও পাওয়া যাচ্ছে তা আবার ব্যবহার যোগ্য নয়।

10 ও 20 টাকার নোট মিলছে না!

এর জেরে বেজায় সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। কিন্তু হঠাৎ এই সমস্যা তৈরি হচ্ছে কেন? তাহলে কি রিজার্ভ ব্যাঙ্ক 10, 20 টাকার নোট ছাপাচ্ছে না? এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর (Indian Currency). কর্নাটকের কংগ্রেস নেতা মানিকরাম ঠাকুর অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন চিঠিতে লিখেছেন 10 ও 20 টাকার নোটের অমিল হওয়ায় গ্রামাঞ্চল ও শহরতলির মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে।

সব থেকে বেশি সমস্যা হচ্ছে সাধারণ মানুস, হকার, ছোট ব্যাবসায়ীও দিন মজুরদের। তিনি চিঠিতে জানিয়েছেন, এমন বহু মানুষ আছে যাদের এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম নেই। তাদের নগদ লেনদেনের উপরেই ভরসা করতে হয়। 10 ও 20 টাকার নোট পাওয়া যাচ্ছে না বলে এই সব মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। কংগ্রেস সাংসদ একটি রিপোর্টও তুলে ধরেন।

kotak mahindra bank reduce savings account interest rate

যেখানে বলা হয়েছে, UPI-র মাধ্যমে লেনদেন বাড়াতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ছোট নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। এই ডিজিটাল পেমেন্টের ব্যবহার ভালো হলেও, তা সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের, যাদের কাছে ডিজিটাল পেমেন্ট এখনও পৌঁছয়নি, তাদের সমস্যা হচ্ছে। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর জানান এই বিষয়ে তিনি যেন দৃষ্টিপাত করেন এবং রিজার্ভ ব্যাঙ্ককে দ্রুত কম টাকার নোট গুলো (Indian Currency Notes) ছাপানো আর বন্টন শুরু করেন।

ধনতেরাসের আগে সোনা কিনুন ১০০ টাকায়! অবিশ্বাস্য হলেও সত্যি খবর

কিন্তু এরপরে এই ১০ ও ২০ টাকার নোট (Indian Currency) নিয়ে কোন ধরণের মন্তব্য করা হয়নি সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের তরফে। আর এই নগদের জোগান কবে থেকে স্বাভাবিক হবে সেই সম্পর্কেও এখনো কিছু জানানো হয়নি সরকারের তরফে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles