রোজগার

Old Note Auction – 10 টাকার এই বহুমূল্য নোটের নিলাম শুরু! এইখানে বেচলেই কোটিপতি

কোটিপতি হওয়ার দারুন সুযোগ রয়েছে কোনো পরিশ্রম না করেই! জীবনে কোটিপতি হতে কে না চায় (Old Note Auction). আমরা প্রায় সকলেই চাই প্রচুর টাকা কামাতে চাই যাতে সংসারে কোন অভাব না থাকে। তবে আদৌ কি সেই স্বপ্ন পূরণ হয়? তবে এবার তা হওয়ার সুযোগ এসেছে, কোনো পরিশ্রম ও কষ্ট না করেই। হাতে যদি থাকে এই 10 টাকার নোট তাহলে ভাগ্য খুলে যাবে আপনার। হ্যাঁ ঠিকই শুনেছেন। একটু অবাক লাগলেও এটি সত্যি। কিভাবে তা সম্ভব সেই নিয়ে আপনাদের বলব আজ।

106 Years 10 RS Old Note Auction.

সম্প্রতি বিশ্ব ব্যাংকের (World Bank) উদ্যোগে লন্ডনে 106 বছরের পুরনো 10 টাকার দুটি নোট নিলামে উঠতে চলেছে (Old Note Auction in London). লন্ডনের নুনানস মেফেয়ার নীলাম হাউজে নিলাম হতে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছে এই রকম দুই নোটের খোঁজ বর্তমানে মিললেও আরো অনেক নোট (Old Note Sale) রয়েছে। সে গুলোর সন্ধান করা হচ্ছে। শীঘ্র উদ্ধার করা হবে।

এই 106 বছরের 10 টাকার নোট গুলো কোথায় পাওয়া গিয়েছে?

বিশেষজ্ঞদের অনুমান এই 10 টাকার নোট দুটি এতটাই বিরল যে অতিতে কখনো তা দেখা যায়নি (Old Note Auction). আর তাই এই নোট গুলোর মূল্যও অনেক। এই 10 টাকার নোট শেষ বার দেখা গিয়েছিল 1918 সালে এসএস শিরলার জাহাজে করে এই নোট গুলোকে লন্ডনের (United Kingdom) দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে জার্মান ইউ বোটের সঙ্গে সংঘাতে নোট ভর্তি জাহাজটি তলিয়ে যায় জলের তলায়।

১০ টাকার পুরনো নোট বিক্রি

এর ফলে জাহাজে থাকা সব নোট গুলো (Old Note Sell) জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছে শুধু 10 টাকার নোট নয় ওই জাহাজে করে আরো অন্য নোটের বান্ডিলও যাচ্ছিল। এর মধ্যে স্বাক্ষরহীন 5 ও 10 টাকার নোট ও ছিল। আর স্বাক্ষর যুক্ত 1 টাকার নোটও (1 Rupees Note) ছিল। যখন জাহাজটি তলিয়ে যায় সেই সময় ওই নোট গুলোকে খোঁজার চেষ্টা করা হয়নি। কারনে ততদিনে নতুন নোট (Old Note Auction) বানানো শুরু হয়ে গিয়েছে।

106 বছরের পুরনো 10 টাকার নোটের বর্তমানে কদর কেন বেশি?

সম্প্রতি ঐতিহাসিক গবেষণার কারনে এই নোট গুলোকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। বিশ্ব ব্যাংক সোশ্যাল মিডিয়াতে এই নোট গুলোর ছবি পোস্ট করে দেখিয়েছে (Old Note Auction). যা দেখে একেবারে অবাক হয়ে যাবার জোগার সবার। কারন 106 বছর ধরে জলের তলায় থেকেও এই নোট গুলোর কিচ্ছু হয়নি। সেই নোট গুলো এতোটাই অক্ষত রয়েছে যে সেই নোট গুলোর উপর 1918 সালের 25শে মে তারিখটি স্পষ্ট দেখা যাচ্ছে।

বোঝা যাচ্ছে ওই তারিখেই নোট গুলো তৈরি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বসত সেই সময় নোট গুলো তলিয়ে যায়। কিন্তু এখন যেহেতু এই নোট গুলোর উদ্ধার করা শুরু হয়েছে তাই দেখাই যাক কতো গুলো নোট উদ্ধার করা যায় আর ভবিষ্যৎ এ এই নোট গুলো নিয়ে কি করা যায়? আর এবারে এই সকল পুরনো ১০ টাকার নোট গুলোর নিলাম (Old Note Auction) করা হবে বিশ্ব ব্যাংকের তরফে।

Income Tax (আয়কর)

এই পুরনো নোট গুলোর মূল্য কত? (How much is The Price Of These Notes)

এই পুরনো 10 টাকার নোটের এক একটির মূল্য কম পক্ষে 2 কোটি 11 লক্ষ 658 টাকা থেকে 2 কোটি 75 হাজার 155 টাকার মধ্যে উঠতে পারে। তবে এই নিলামে শুধু 1918 সালের 10 টাকার নোটের নয়, আই নিলামে ভারতীয় 100 টাকার নোট নিয়েও দর কষাকষি করা হতে পারে। অনুমান করা হচ্ছে সেই নোটের দাম ধরা হতে পারে 4 লক্ষ 65 হাজার 647 টাকা থেকে 5 লক্ষ 29 হাজার 154 টাকা (Old Note Auction). জুনের শুরুর দিকে এর নীলাম অনুষ্ঠিত হবে লন্ডনের নুনানস মেফেয়ার নিলাম হাউজে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একধাক্কায় 7% বেতন বৃদ্ধি। সম্পূর্ণ হিসাব এক নজরে

আর এই পুরনো নোট যেহেতু নিলামে (Old Note Auction) উঠতে চলেছে তাই আপনাদের কাছে এরকম কোন নোট আছে কিনা সেই সম্পর্কে একবার দেখে নিন। আর থাকলে বিশ্ব ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নেবেন এবং যদি তাহলে কিভাবে Old Note Auction এর মাধ্যমে আপনারা এই নোট বিক্রি করবেন সেটা জেনে নিতে পারেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *