BSNL Recharge Plan: নতুন সস্তার প্ল্যান নিয়ে হাজির BSNL! Jio, Airtel, VI এখন মহাচাপে
দেশের টেলিকম সংস্থা গুলো তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বৃদ্ধি করার পর থেকে বিএসএনএলের (BSNL Recharge Plan) দিকে ঝুকছে গ্রাহকরা। BSNL সম্প্রতি তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে বেশ কিছু জায়গায় তাদের 4G পরিষেবা পৌছে গিয়েছে। তার উপরে তারা অনেক কম দামে গ্রাহকদের রিচার্জ প্ল্যান (Recharge Plan) অফার করছে।
BSNL Recharge Plan at Just Rupees 997
আর BSNL-র গ্রাহক সংখ্যা দিন দিন বেড়ে চলছে। পরিসংখ্যান বলছে, জুলাই মাসের প্রথম 15 দিনে BSNL এর 15 লক্ষ গ্রাহক বেড়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) BSNL এর গ্রাহকের সংখ্যা বৃদ্ধি নিয়ে অনেকটাই আশাবাদী। আর এই কারণের জন্যই BSNL Recharge Plan নিয়ে এই ধরণের সুখবর দিনের পর দিন শুনতে পাওয়া যাচ্ছে।
BSNL গ্রাহকদের জন্য সুসংবাদ!
BSNL তাদের 4G পরিষেবা চালু করার পাশাপাশি 5G পরিষেবা নিয়েও নতুন নতুন পরিকল্পনা নিয়েছে। এবার গ্রাহকদের আরো আকৃষ্ট করতে 160 দিনের লং লাস্টীং রিচার্জ প্ল্যান অফার করল BSNL. আর এই BSNL Recharge Plan চালু করার ফলে জিও সহ আরো অন্য বেসরকারি টেলিকম সংস্থা গুলোর জন্য যে খুবই মাথা ব্যাথার সেটা মনে করছেন বিশেষজ্ঞরা।
Jio, Airtel, VI তাদের ট্যারিফ প্ল্যান গুলো 12.5 শতাংশ থেকে 25 শতাংশ বৃদ্ধি করার ফলে গ্রাহকরা অনেকেই ক্ষোভে জিও, এয়ারটেল, ভিআই ছেড়ে BSNL এ পোর্ট করতে শুরু করেছে। আর এবার BSNL 160 দিনের মেয়াদ অর্থাৎ 30 দিনের হিসেবে সারে পাঁচ মাস মেয়াদ যুক্ত একটি BSNL Recharge Plan অফার করছে। এই প্ল্যানটিতে পাওয়া যাবে Unlimited Call এর সাথে সব রকমের সুবিধা। যে সব গ্রাহকরা একবার রিচার্জ করে নিশ্চিন্তে থাকতে চায় তাদের জন্যে এই রিচার্জ প্ল্যানটি দারুন।
পিএনবি ব্যাঙ্কে কতদিনে আপনার FD ডবল হবে? হিসাব বুঝে বিনিয়োগ করুন
997 BSNL Recharge Plan Benefits
BSNL এর এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকদের খরচ করতে হবে 997 টাকা। এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন Unlimited Call, 100 টি SMS প্রতিদিন, আর প্রতিদিন 2GB ডেটা। বিভিন্ন ধরনে Subscription ও পাবেন। BSNL এর নিজস্ব BSNL Self Care App ছাড়াও বিভিন্ন রিটেল ও বিভিন্ন অনলাইন অ্যাপ থেকেও এই রিচার্জটি করা যাবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.