টেলিকম

Jio Recharge Plan: নতুন বছর উপলক্ষে জিও রিচার্জ প্ল্যান নিয়ে হাজির। কম খরচে ফ্রি OTT সহ আরও সুবিধা

নতুন বছর শুরু আগেই কোটি কোটি গ্রাহকদের জন্য জিও রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan 2025) নিয়ে দারুণ খুশির খবর দিলো মুকেস আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio). বিগত কিছু বছর ধরে আনলিমিটেড ইন্টারনেট (Unlimited 5G Data) দেওয়া হচ্ছে এই সংস্থার তরফে এবং এবারে ফ্রিতে OTT (Over The Top) দেওয়া হতে চলেছে নতুন প্ল্যানের মাধ্যমে।

Jio Recharge Plan 2025 with OTT Free Subscription

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির কাছে একটি স্মার্টফোন তো অবশ্যই থাকবে। তবে যে হারে রিচার্জের দাম বাড়ছে, তাতে মধ্যবিত্তদের পকেটের চাপ বাড়তে বাধ্য। আর এই জন্য বিগত কিছু মাসে লক্ষাধিক গ্রাহক জিওকে ছেড়ে দিয়ে BSNL বা অন্যান্য কোন ন কোন কোম্পানিতে পোর্ট করে গেছেন। কিন্তু এবারে গ্রাহকদের খরচ বাচানোর উদ্দেশ্যে কম দামের প্ল্যান নিয়ে হাজির হয়েছে।

নতুন জিও রিচার্জ প্ল্যান ২০২৫

আপনিও যদি একজন জিওর গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাত্র ১৭৫ টাকায় রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন একাধিক সুবিধা। কম খরচে আনলিমিটেড ডেটা, কল, মেসেজ এছাড়া পাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে ওয়েব সিরিজ দেখার ঝোক বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এই সুবিধা আপনি পেয়ে যাবেন বিনামূল্যে ১৭৫ টাকা রিচার্জে।

Jio Recharge Offer Benefits

11 টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের বিনামূল্য সাবস্ক্রিপ্সন, 28 দিনের ভ্যালিডিটি থাকবে, মোট 10 GB হাই স্পিড ডাটা পাবেন। জিওর 175 টাকার প্ল্যানে আপনি উপভোগ করতে পারবেন 11 টি জনপ্রিয় ওটিটি ও 11 টি ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের সুযোগ থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। আর সেই প্ল্যাটফর্ম গুলোর নামের তালিকা একেবারে দেখে নিন।

Ration Card (রেশন কার্ড)

How Many OTT App you will get in this Plan?

Sony LIV, ZEE 5, Jio Cinema Premium, Lionsgate Play, Discovery Plus, Sun NXT, Hoichoi, Kaccha Lankaa, Planet Marathi, Chaupal, Jio TV. এই সকল অ্যাপ আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যে সমস্ত ব্যক্তি খুবই কম দামের মধ্যে রিচার্জ করতে চান এবং শুধুমাত্র বিনোদনের জন্য মুখ্যভাবে ফোন ব্যবহার করেন ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমা দেখার আগ্রহ রয়েছে তাদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত প্ল্যান।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বছর শেষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নয়া সিদ্ধান্ত কি?

আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে নতুন বছরে শুরুতে ১৭৫ টাকার এই প্ল্যানে সুবিধা নিতে একদম ভুলবেন না। খুব দ্রুত ১৭৫ টাকার প্ল্যান রিচার্জ করুন এবং যাবতীয় সুবিধা উপভোগ করুন। আর নতুন বছরের আগে এই ধরণের প্ল্যানে বিনিয়োগ করে নেওয়ার ফলে আপনাদের মনরঞ্জনের অভাব হবে না, আর নতুন বছর ২০২৫ আপনাদের ভালো কাটুক, DailySearch-র তরফে সকলকে Happy New Year 2025.
Written by Shampa Debnath

Related Articles