ট্রেন্ডিং

LPG Price: রান্নার গ্যাসের দাম আবার বৃদ্ধি পেল। বছরের শেষেও রেহাই নেই গরীব ও মধ্যবিত্তের!

নতুন বছরের শুরুর আগেই ফের একবারের জন্য রান্নার গ্যাসের দাম (LPG Price) বৃদ্ধি পেল। আর কিছু দিনের মধ্যেই সকল মানুষেরা মেতে উঠবে খ্রিসমাস এবং তারপরে নতুন বছর ২০২৫ কে স্বাগত জানানোর জন্য। আবার নতুন বছরের শুরুতে আবার নয়া দাম কার্যকর করা হবে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি গুলোর মাধ্যমে আর তার আগেই ফের দাম বৃদ্ধি এই উৎসবের মজা কিছুটা মাটি করতে চলেছে বলেই মনে করছেন অনেকে (Liquefied Petroleum Gas).

Commercial LPG Price Hike Again

যে হারে প্রত্যেকটি দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এলপিজি সিলিন্ডারের দাম (LPG Gas Price). দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ হল এলপিজি গ্যাস সিলিন্ডার! শুনতে অবাক লাগলেও এইটা সত্যি। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে মধ্যবিত্ত পরিবারের পক্ষে মাসিক খরচ চালানোর পরেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেওয়ার জন্য অনেকটাই নাজেহাল হতে হয়।

রান্নার গ্যাস সিলিন্ডার

যদিও কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে ভর্তুকি সহ সিলিন্ডার পেয়ে থাকেন দেশের নিম্ন ও মধ্যবিত্ত মহিলারা, তবে সাধারণ গ্রাহকদের জন্য অনেকটাই উচ্চ দামে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে হয়।প্রত্যেক মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারের মধ্যে মুদ্রাস্ফীতির বৃদ্ধির সাথে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) নির্ধারণ করা হয়।

LPG Gas Cylinder Price in India

আবারও বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, তবে গার্হস্থ্য ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে কিন্তু বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা পরিবর্তন হয়েছে। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে রেস্টুরেন্ট, হোটেল বা বিভিন্ন জায়গায় খাবার দামও বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য। দেশের বিভিন্ন শহরে গড়ে ১৬.৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।

ভারতে রান্নার গ্যাসের দাম বিভিন্ন শহরে

রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮১৮.৫০ টাকা। নভেম্বর মাসে এই দাম ছিল ১৮০২ টাকা, কলকাতায় এই সিলিন্ডারের দাম এখন ১৯২৭ টাকা, যেখানে আগের মাসে সেটি বিক্রি হচ্ছিল ১৯১১.৫০ টাকায়, মুম্বাইতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। নভেম্বরের ১৭৫৪.৫০ টাকা থেকে বেড়ে এটি এখন হয়েছে ১৭৭১ টাকা, চেন্নাইতে ১৯৬৪.৫০ টাকা থেকে বেড়ে সিলিন্ডারটির দাম দাড়িয়েছে ১৯৮০.৫০ টাকা।

Ration Card (রেশন কার্ড)

গার্হস্থ্য ১৪ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম শেষ বৃদ্ধি পেয়েছিল আগস্ট মাসে। বর্তমানে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডার দিল্লিতে বিক্রি হচ্ছে ৮০৩ টাকায়, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকায়। ডিসেম্বর এবং জানুয়ারি দুটোই হচ্ছে ফেস্টিভ সিজন আর এই সময় বেশির ভাগ মানুষ রেস্টুরেন্ট বা হোটেলে খাওয়া দাওয়া করে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি? টাকার দরকার হলেই অনলাইনে ঋণ পাবেন

সে সূত্রে বাণিজ্যিক ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে হোটেলে পাওয়া খাবার দামও অনেকটাই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কিছুটা পকেটের চাপ বৃদ্ধি পাচ্ছে তবে সরাসরি ভাবে যেহেতু গার্হস্থ্য ১৪ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে সেই দিক থেকে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে থাকবে। কিন্তু জানুয়ারি মাসেরসুরুতে কি হবে সেই দিকেই নজর সকলের।
Written by Shampa debnath

Related Articles