Gold Price: সোনার দামে ব্যাপক হারে পতন সপ্তাহের শেষে! এই সুযোগে ইচ্ছামত গয়না কিনুন
সোনার দাম (Gold Price) আবার ওঠা নামা করতে শুরু করেছে। জুলাই মাসের দিকে টানা কয়েক দিন সোনার দাম (Gold Rate Today) অনেকটাই কমেছিল 65 হাজারের কাছাকাছি ঘোরাফেরা করছিল। আর তাই অনেকেই পুজো আসার আগেই সোনা (Gold) কিনে রাখছে। কিন্তু আবারও হুট করে বাড়তে শুরু করেছে সোনার দাম। পুজোর আগে আবার হবে নাকি সোনার দাম (Gold as an Investment) এই নিয়ে চিন্তায় সাধারন মানুষ।
22K 24K Hallmark Gold Price in Kolkata.
এর আগে 15ই অগাস্ট 3250 টাকা বেড়েছিল সোনার দাম (Gold Price). তারপরে আবার 17ই অগাস্ট 3200 টাকা দাম কমে। 17 তারিখে দাম কমলেও আবার পরের দিন দাম বেড়ে যায়। গতকালও দাম বেড়েছে সোনার। কিন্তু আজ সপ্তাহের শেষে কেমন আছে সোনার দাম? গ্রাহকরা স্বস্তি পাবে নাকি গ্রাহকদের পকেটে আরও টান পরতে চলেছে সেই সম্পর্কে দেখে নেওয়া যাক।
আজকের সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 66600 টাকা। আজ হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price) 200 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 72650 টাকা। আজ খুচরা সোনার দাম 220 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71900 টাকা। আজ সোনার বাটের দাম 50 টাকা কমেছে।
গতকালের সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 68750 টাকা। গতকাল 250 টাকা দাম বেড়েছিল হলমার্ক সোনার। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72300 টাকা। গতকাল খুচরা সোনার দাম 200 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71950 টাকা। গতকাল সোনার বাটের দাম 250 টাকা বেড়েছিল (Gold Price Today).
আজকের রুপোর দাম
সোনার দাম (Gold Price) সম্পর্কে যেমন সবাই জানতে চায় তেমন রুপোর দামের সম্পর্কেও অনেক মানুষ জানতে চায়। কারন সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। আজ কত কমেছে রুপোর দাম (Silver Price) দেখে নিন।
সব বকেয়া DA মিটিয়ে দেওয়া হবে! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সরকারি কর্মীদের জন্য
গতকাল ও আজ রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 85100 টাকা। আজ রুপোর দাম 100 টাকা কমেছে। 1 কেজি খুচরা রূপার দাম 85200 টাকা। আজ রুপোর দাম 100 টাকা কমেছে। 1 কেজি রুপোর বাটের দাম 85200 টাকা। গতকাল 1300 টাকা দাম বেড়েছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 85300 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1300 টাকা বেড়েছিল।
Written by Ananya Chakraborty.