সোনার দাম

Gold Price: 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত সপ্তাহের শেষে? আজ কিনলে কত খরচ হবে?

সপ্তাহের শেষ লগ্নে এসে সোনার দামে (Gold Price) স্বস্তির খবর পেল গরীব থেকে মধ্যবিত্ত সকলে এমনটাই মনে করছেন অনেকে। যতদিন যাচ্ছে ততই সোনার গয়নার চাহিদা বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সোনার দাম (Gold Rate) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজ সপ্তাহের শেষে এসে কিছুটা স্বস্তি পেয়েছে সকল গয়না প্রেমীরা, তাহলে আজকের দাম হিসাবে জেনে নেওয়া যাক (Gold as an Investment).

22K 24K Hallmark Gold Price Today

বহুকাল ধরেই অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম (Gold Price) সবচেয়ে বেশি থাকে। কারন নারী বা পুরুষ সবারই গহনা হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা। তাই সোনার দাম কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই। জুলাই মাসের দিকে একটু দাম কমেছিল। পুজোর আগে আবার বৃদ্ধি পেতে পারে সোনার দাম।

সোনার দামে ওলট পালট

আর এই নিয়ে চিন্তায় সাধারন মানুষ। আজ কেমন আছে সোনার দাম (Gold Price) চলুন দেখে নিন। আর একটা কথা সোনা বা রুপো (Gold Silver Price) কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন যে এই দামের সঙ্গে GST এবং গয়না বানানোর মজুরি যোগ হওয়ার ফলে এই দাম বৃদ্ধি পায়। আর এই কারণের জন্যই সকলের উচিত যে যে কোন জিনিস কেনার আগে সেই দাম সম্পর্কে জেনে নেওয়া।

আজকের সোনার দাম

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 67050 টাকা। আজ হলমার্ক সোনার দাম 100 টাকা বেড়েছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73150 টাকা। আজ খুচরা সোনার দাম 100 টাকা বেড়েছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72000 টাকা। বাকি দিন গুলোর তুলনায় আজকে অনেকটাই দাম (Gold Price) কমেছে বলে মনে করছেন অনেকে।

গতকালের সোনার দাম

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 68700 টাকা। গতকাল অপরিবর্তিত ছিল হলমার্ক সোনার দাম (Gold Price). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72250 টাকা। গতকাল খুচরা সোনার দাম অপরিবর্তিত ছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71900 টাকা। গতকাল সোনার বাটের দাম অপরিবর্তিত ছিল। আর এবারে এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।

Pension Scheme (পেনশন স্কিম)

আজকের রুপোর দাম

সোনার দাম (Gold Price) সম্পর্কে যেমন সবাই জানতে চায় তেমন রুপোর দামের সম্পর্কেও অনেক মানুষ জানতে চায়। কারন বর্তমানে সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। আজ কত আছে রুপোর দাম দেখে নিন।

9% সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে! ব্যাঙ্ক গ্রাহকদের কপাল খুলল

Silver Price Today & Tomorrow

1 কেজি রুপোর বাটের দাম 85550 টাকা। আজ রুপোর দাম 900 টাকা কমেছে। 1 কেজি খুচরা রূপার দাম 85650 টাকা। আজ রুপোর দাম 900 টাকা কমেছে। 1 কেজি রুপোর বাটের দাম 86450 টাকা। গতকাল অপরিবর্তিত ছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 86550 টাকা (Gold Price). গতকাল খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles