সোনার দাম

Gold Price Today – পশ্চিমবঙ্গে আজ সোনার দাম কত? বিয়ের মরশুমে তিলোত্তমায় দর কত?

সোনা চিরদিনই বাঙালিদের কাছে আকর্ষণের এক মূল কেন্দ্র বিন্দু। আর প্রত্যেক দিন Gold Price Today বা সোনার দাম সম্পর্কে একবার জেনে নিলে খুব একটা অসুবিধা নেই বলেই মনে করেন অনেকে। এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গে West Bengal চলছে বিয়ের মরশুম। আর এই মরশুমে স্বাভাবিকভাবেই সোনা (Gold As An Investment) বা সোনার গয়নার (Gold Ornaments) দাম আকাশছোঁয়া সেটা বলার অপেক্ষা রাখে না।

Hallmark Gold Price Today in Kolkata.

কিন্তু বিগত কিছুদিন ধরে এই সোনার দাম (Gold Price Today) অনেকটাই কমে গেছিলো। কিন্তু আজকে ১৬ই মে ২০২৪ ফের কিছুটা বৃদ্ধি পেলো সোনার দাম (Gold Price Hike). সম্প্রতি কিছুদিন আগেই গিয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে কম বেশি অনেকেই সোনা (Gold) কেনেন। তবে সোনার দিন দিন পারদ যেভাবে চড়ছে তাতে সোনা কিনতে সাধারন মানুষদের হিমসিম খেতে হচ্ছে।

অক্ষয় তৃতীয়াতে (Akashaya Tritiya) তেমন সোনার দাম কমেনি উল্টে 100 টাকা বেড়েছিল সোনার দাম। আর তার পরের দিন 11ই মে 1300 টাকা বেড়েছিল সোনার দাম (Gold Price Today). তবে তার পর থেকে কয়েকদিনে 100, 400, 200 করে দাম কমেছিল। তবে আজকে কেমন থাকবে সোনার দাম (Gold Price Today). সোনার দাম আজ কমল নাকি বাড়ল চলুন দেখে নিন।

আজকে হলমার্ক সোনার দাম কত?

10 গ্রাম 22 ক্যারেট (22 Karat Gold) হলমার্ক সোনার দাম 67850 টাকা। 1 গ্রামের দাম 6785 টাকা। আজ হলমার্ক সোনার দাম বেড়েছে 750 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার (24 Karat Gold Price Today) বাটের দাম 74020 টাকা। 1 গ্রামের দাম 7402 টাকা। আজ সোনার বাটের দাম বেড়েছে 800 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73800 টাকা। 1 গ্রামের দাম 7380 টাকা। আজ খুচরা পাকা সোনার দাম বেড়েছে 800 টাকা।

গতকাল ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 69450 টাকা। 1 গ্রামের দাম 6945 টাকা। গতকাল হলমার্ক সোনার দাম কমেছিল 200 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72650 টাকা। 1 গ্রামের দাম 7265 টাকা। গতকাল সোনার বাটের দাম কমেছিল 200 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73000 টাকা। 1 গ্রামের দাম 7300 টাকা। গতকাল খুচরা পাকা সোনার দাম (Hallmark Gold Price Today) কমেছিল 200 টাকা।

MSME Loan (এমএসএমই ঋণ)

Pure Silver Price in Kolkata

সোনার মতো রূপোর গহনা (Silver Ornaments) ও এখন অনেক মানুষ পরে। রুপোর দাম ও গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে। গতকালও রুপোর দাম বেড়েছিল। আজ কেমন আছে রুপোর দাম কমেছে নাকি বেড়েছে চলুন দেখে নিন। আর আমাদের সমাজে এই রুপোর গয়না এবং বাসনের চাহিদাও অনেক বেশি। আর এই জন্য এই দাম (Silver Price & Gold Price Today) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

20 টাকার এই পুরনো নোট বিক্রি করলেই লাখপতি হবেন! বিক্রির সঠিক জায়গা জানুন

গতকাল ও আজকের রুপোর দাম

1 কেজি রুপোর বাটের দাম 89100 টাকা। গতকালের তুলনায় আজ 400 টাকা দাম বেড়েছে। 1 কেজি খুচরা রূপার দাম 84700 টাকা। গতকালের তুলনায় আজ খুচরা রুপোর দাম 400 টাকা বেড়েছে। 1 কেজি রুপোর বাটের দাম 84200 টাকা। গতকাল 400 টাকা দাম বেড়েছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 84300 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 400 টাকা বেড়েছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *