Gold Rate Today – নববর্ষের আগে আজকের 22 ক্যারেট সোনার দাম কত? গয়না কেনার আগে জেনে নিন।
সোনা রুপোর দাম (Gold Rate Today) নিয়ে সব সময় চিন্তিত থাকেন মানুষ। মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই প্রায় প্রতিদিনই সোনার দামের (Gold As An Investment) উপরে নজর রাখে। তবে বিগত কয়েক দিন ধরে সোনার দাম যে হারে বেড়ে চলছে তাতে সাধারন মানুষদের পক্ষে সোনা (Gold) কেনা দুষ্কর হয়ে উঠছে। আর কয়েক দিন পর নববর্ষ বৈশাখ মাস শুরু হবে। আর বৈশাখ মাস পরা মানেই নানান শুভ অনুষ্ঠান শুরু।
Hallmark Gold Rate Today In Kolkata Before Bengali New Year 2024.
নববর্ষের আগে কেমন থাকবে সোনার দাম (Gold Rate Today) তা বলা মুশকিল। আজ কেমন আছে সোনার দাম চলুন এক নজরে দেখে নিন। সকল মানুষদের তথা বিশেষ করে মহিলাদের সোনার গয়নার (Gold Jewellery) প্রতি আকর্ষণ অনেক বেশি। আর এই নববর্ষের সময়ে অনেকেই নতুন নতুন সোনার বা রুপোর গ্যা কিনে থাকেন। কিন্তু এবারে এই চরম মূল্যবৃদ্ধির কারণের জন্য এই স্বপ্ন হয়তো অনেকের পূরণ হবে না।
Gold Rate Today
প্রতিটা মানুষেরই সোনা কেনার ইচ্ছা থাক বা না থাক তবে প্রতিদিনের সোনার দামের (Gold Rate Today) উপরে নজর সবসময় থাকে। তাই সোনার দাম বাড়লে মাথায় হাত পরে মানুষদের। সোনার দামের কমা বাড়া বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে । যেমন ধরুন অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদা এই সবের উপরে নির্ভর করে পরিবর্তিত হয়।
Yesterday & Hallmark Gold Rate Today
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 67200 টাকা। আজ হলমার্ক সোনার দাম বেড়েছে 100 টাকা।
10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 73310 টাকা। আজ সোনার দাম বেড়েছে 109 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 66100। গতকাল 350 টাকা দাম বেড়ে ছিল হলমার্ক সোনার। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 72110 টাকা। গতকাল সোনার বাটের দাম (Gold Rate Today) 380 টাকা বেড়ে ছিল।
Pure Silver Price In Kolkata
সোনার মতো রূপোর গহনা ও এখন অনেক মানুষ পরে। সঞ্চয় হোক আর গহনা রূপো বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম ও নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। রুপোর দামও মার্চ মাসের শুরু থেকে অনেকটাই বেড়েছে। গতকালও রুপোর দাম (Gold Rate Today & Silver Price) বেড়েছিল। আজ কেমন আছে রুপোর দাম দেখে নিন।
টাকার দরকার হলে আধার কার্ড থাকলে টাকা পাবেন। কারো কাছে হাত পাতবেন না।
Yesterday & Today Silver Price
1 কেজি রুপোর দাম 85000 টাকা। গতকালের তুলনায় আজ 500 টাকা দাম কমেছে। 1 কেজি রুপোর দাম 85500 টাকা। গতকাল 1000 টাকা দাম বেড়েছিল রুপোর। আর এই দাম সদা পরিবর্তনশীল এবং এই দামের সঙ্গে GST যোগ হয়ে এই দামে বৃদ্ধি ঘটে। তাই আপনারা কেনার আগে এই দাম সম্পর্কে আগের থেকে জেনে নিয়ে তবেই কোন সিধান্ত নেবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?