সোনার দাম

Gold Price: সোনার দাম কমলো মাসের শুরুতেই! পুজোর আগেই কেনাকাটা সেরে ফেলুন

সোনা মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে (Gold Price). যে কোন শুভ অনুষ্ঠান হোক আর উৎসব সোনা (Gold) সেই সময় মানুষ কেনেই। বহু কাল ধরেই অন্যান্য ধাতুর তুলনায় সোনার দাম (Gold as an Investment) সবচেয়ে বেশি থাকে। কারন নারী বা পুরুষ সবারই গহনা (Gold Jewellery) হিসেবে হোক আর দুর্দিনে বিপদের হাত থেকে বাঁচতে কাজে আসে এই সোনা। তাই সোনার দাম কখন বাড়ছে কখন কমছে সেই দিকে নজর থাকে সবারই।

22K 24K Hallmark Gold Price Drop Today in West Bengal Kolkata

জুলাই মাসে কেন্দ্রীয় বাজেট পেশের পর কয়েক দিন একটু দাম কমেছিল সোনার (Gold Price). আর এখন ভাদ্র মাস চলছে আর এই মাসে কোন ধরণের শুভ কাজ সম্পন্ন হয় না। আর এই জন্য আজকের দিনে মাসের শুরুতেই সস্তা হল সোনার দাম (Gold Price). কিন্তু আগামী মাসে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা আর এই পূজার আগে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মাসের শুরুতে সোনার দাম কমলো

আর মাসের শুরুতেই এই সোনার দাম (Gold Price) কমে যাওয়ার জন্য সকলেই খুবই খুশি হয়েছেন এবং দাম কম থাকাকালীন নিজেদের প্রিয় জনের জন্য গয়না কিনে নিতে চাইছেন। আর এই জন্য আপনারা নিজেদের ইচ্ছা অনুসারে গয়না কিনে নিতে চাইলে আজকেও মোক্ষম সুযোগকে কাজে লাগান। তাহলে আর দেরি না করে সোনা-রুপোর দাম কত আজকে জেনে নেওয়া যাক।

আজকের সোনার দাম কত?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 66700 টাকা। আজ হলমার্ক সোনার দাম অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 72770 টাকা। আজ খুচরা সোনার দাম (Gold Price Today) অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71800 টাকা। আজ সোনার বাটের দাম অপরিবর্তিত আছে। ১০ গ্রামে ২৭০ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম।

গতকাল সোনার দাম কেমন ছিল?

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 68600 টাকা। গতকাল 300 টাকা কমছিল হলমার্ক সোনার দাম (Gold Price). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 72150 টাকা। গতকাল খুচরা সোনার দাম 300 টাকা কমছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 71800 টাকা। গতকাল সোনার বাটের দাম 300 টাকা কমছিল।

Salary Hike (সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি)

Pure Silver Price in West Bengal

সোনার দাম সম্পর্কে যেমন সবাই জানতে চায় তেমন রুপোর দামের (Gold Silver Price) সম্পর্কেও অনেক মানুষ জানতে চায়। কারন বর্তমানে সোনার মতো রূপোর গহনার উপরেও চাহিদা বেড়েছে মানুষের। গতকাল অনেকটা কমেছে রুপোর দাম আজ সেপ্টেম্বর মাসের শুরুতে রুপোর দাম কত আছে দেখে নিন।

6000 টাকা পাবে পুরুষ ও মহিলারা! অনলাইনে আজই আবেদন করুন

গতকাল ও আজকের রুপোর দাম কত?

1 কেজি রুপোর বাটের দাম 84200 টাকা। আজ রুপোর বাটের দাম অপরিবর্তিত আছে। 1 কেজি খুচরা রূপার দাম 84300 টাকা। আজ খুচরা রুপোর দাম অপরিবর্তিত আছে। 1 কেজি রুপোর বাটের দাম 84200 টাকা। গতকাল 1350 টাকা কমে ছিল রুপোর বাটের দাম। 1 কেজি খুচরা রূপার দাম 84300 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 1350 টাকা কমে ছিল।
Written by Ananya Chakraborty.

Related Articles