Gold Rate Today : সপ্তাহের শেষে সোনা কি সস্তা হল? আজ পশ্চিমবঙ্গে সোনার রেট কত
সোনার দাম (Gold Rate Today) নিয়ে এখনকার দিনে সকলেই খুবই চিন্তিত হয়ে পড়েছেন। কারণ বিগত কিছু দিন অন্তর এই দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আর এই কারণের জন্য অনেকেই অপেক্ষা করছেন যে কবে এই সোনার দাম কমে যেতে চলেছে। সোনা রুপোর দাম (Gold Silver Price) প্রতিনিয়তই বদলে যায়। গত কয়েক দিনে সোনার দাম অনেকটাই বেড়েছে (Gold as an Investment).
Gold Rate Today in Kolkata.
যারা এই মুহুর্তে ভাবছেন সোনা কিনবেন বা সোনাতে বিনিয়োগ করবেন তাদের জন্যে এই খবর খারাপ। তবে যারা সোনাতে আগে থেকে বিনিয়োগ করেছেন তাদের জন্যে এটি সুখবর। যে সব ব্যাক্তিরা সোনাতে বিনিয়োগ করে রেখেছেন তারা এই মুহুর্তে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন (Gold Rate Today) আপনি যদি সোনা কিনতে বা বিনিয়োগ করতে চান তাহলে একটু অপেক্ষা করে যান। চলুন জেনে নিন আজ সোনার দাম কত বেড়েছে।
সোনার দাম বৃদ্ধি পায় কেন?
সোনার দাম (Gold Rate Today) বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে কমা বাড়া করে। অর্থনৈতিক ঘটনা প্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। সোনার দাম (Gold Rate) বাড়লে মাথায় হাত পরে মানুষদের। কারণ বিয়ের মরশুমে এর চাহিদা অনেক বেশি থাকে এবং এই দাম বৃদ্ধি পেলে সকলের খুবই সমস্যা হয় বলে মনে করা হয়।
আজকের সোনার দাম কত 10 গ্রাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার (Gold Jewellery) দাম 67600 টাকা। আজ হলমার্ক সোনার দাম (Hallmark Gold Rate Today) বেড়েছে 150 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 73750 টাকা। আজ খুচরা সোনার দাম বেড়েছে 150 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73250 টাকা। আজ সোনার বাটের দাম (Gold Price) বেড়েছে 150 টাকা।
গতকালের সোনার দাম
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 69850 টাকা (Gold Rate Today). গতকাল 250 টাকা দাম বেড়েছিল হলমার্ক সোনার। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 73450 টাকা। গতকাল খুচরা সোনার দাম 250 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 73100 টাকা। গতকাল সোনার বাটের দাম 250 টাকা বেড়েছিল। আর এই দাম প্রতিদিন অন্তর বৃদ্ধি পাচ্ছে।
পশ্চিমবঙ্গে রুপোর দামে কি খবর?
রূপোর গহনা অনেক মানুষ ব্যবহার করে। সঞ্চয় হোক আর গহনা রূপো বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দাম জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। গতকাল রুপোর দাম (Silver Gold Rate Today) অপরিবর্তিত ছিল। আজ বেড়েছে অনেকটা। রুপোতে যদি কেউ বিনিয়োগ করে থাকে তাহলে ভালো লাভ হতে পারে তাদের। আজ কত বেড়েছে রুপোর দাম দেখে নিন।
কলকাতায় আজ খুচরো রুপোর দাম
1 কেজি রুপোর বাটের দাম 95500 টাকা। আজ রুপোর দাম (Silver Price) বেড়েছে 500 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 92700 টাকা। আজ রুপোর দাম 500 টাকা বেড়েছে। আর এবারে দেখার অপেক্ষা যে এই রুপোর দাম বা সোনার দাম (Gold Rate Today) কবে কমতে চলেছে। আর এই দাম কমে গেলে রাজ্যের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধা হতে চলেছে।
ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার! SBI PNB HDFC FD-তে কত সুদ দিচ্ছে?
গতকাল রুপোর দাম কত ছিল?
1 কেজি রুপোর বাটের দাম 92100 টাকা। গতকাল অপরিবর্তিত ছিল দাম রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 92200 টাকা। গতকাল খুচরা রুপোর দাম অপরিবর্তিত ছিল। আর এই দামের সঙ্গে GST ও গয়না বানালে টার মজুরি যোগ হয়ে যায়, সেই জন্য শেষের দিকে এই দাম অনেকটাই বৃদ্ধি পায়। এই জন্য কেনার আগে আপনারা সকল জিনিস জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন।
Written by Ananya Chakraborty.