সোনার দাম

Gold Rate Today: সোনার দামে আবার পরিবর্তন! সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো, কবে কিনলে সস্তায় পাবেন?

বাঙালির শুভ অনুষ্ঠান মানেই সোনা রূপো (Gold Rate Today). শুধু বাঙালি নয় অবাঙালিরাও সোনা রুপোর জিনিস ব্যবহার করে। সোনা রূপো ছাড়া বাঙালির বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। কিন্তু গত কয়েক মাসে যে হারে সোনার দাম (Gold Price) বেড়েছিল তাতে মধ্যবিত্তদের পক্ষে সোনায় হাত দেওয়াই মুশকিল হয়ে গিয়েছিল। সোনার দাম (Gold as an Investment) বেড়ে যাওয়াতে সাধারন মানুষদের সাথে সাথে স্বর্ণ ব্যবসায়ীকদেরও মাথায় হাত পরে গিয়েছিল।

22 Carat 24 Carat Gold Rate Today.

কিন্তু 23 শে জুলাই মঙ্গলবার বাজেট ঘোষনার দিন কেন্দ্র সরকারের সোনা, রূপো, প্লাটিনাম ধাতু গুলোর আমদানি শুল্কে ছাড়ের ঘোষনার ফলে সোনার দাম (Gold Rate Today) অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। আর এই ঘোষনা করার পরই বুধবারে বাজারে দেখা গিয়েছিল সোনা রুপোর দামে বড় পতন। 3100 টাকার মত দাম কমেছিল তখন সোনার দাম।

সোনা ও রুপোর দামে বড় পরিবর্তন

তারপর থেকেই সোনা রুপোর দামে ব্যাপক ওঠানামা হয়েই চলছে। কখনো দাম (Gold Rate Today) বাড়ছে তো কখনো দাম হুড়মুড়িয়ে কমছে। আর এই দামের সঙ্গে যদি আপনি গয়না বানান তাহলে মজুরি এবং GST যোগ হয়ে যায়। আর এই কারণের জন্য দামের অনেকটাই পরিবর্তন হয়ে থাকে। তাহলে আজ দাম (Gold Rate Today) কেমন আছে চলুন দেখে নিন।

আজ সোনার দাম কত

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 64250 টাকা। আজ হলমার্ক সোনার দাম 100 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 70090 টাকা। আজ খুচরা সোনার দাম 100 টাকা কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 69000 টাকা। বিগত কিছুদিন দাম (Gold Rate Today) কম থাকার পর আজ এই দামে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে।

গতকাল সোনার দাম

10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 66000 টাকা। গতকাল 450 টাকা দাম কমেছিল হলমার্ক সোনার। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 69450 টাকা। গতকাল খুচরা সোনার দাম 450 টাকা কমেছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 69100 টাকা। গতকাল সোনার বাটের দাম (Gold Rate Today) 450 টাকা কমেছিল।

Fixed Deposit (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

সোনার সঙ্গে রুপো পাল্লা দিচ্ছে

সোনার মত রুপোর দাম ও বাজেট ঘোষনার পর থেকে একটু একটু করে কমতে শুরু করেছে। গতকাল অনেকটা দাম পড়েছে রূপোর। আজ কত কমেছে রুপোর দাম দেখে নিন। আর বর্তমানে রুপোর তৈরি সকল জিনিস পত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ার জন্য এই রুপো এবং এই থেকে তৈরি জিনিসের দামও অনেকটাই বেড়ে গেছে।

টাকা ডবল করুন গোল্ড বন্ড স্কিমে! FD-র থেকেও বেশি সুদ পাবেন

গতকাল ও আজ রুপোর দাম

1 কেজি রুপোর বাটের দাম 79150 টাকা। আজ রুপোর দাম 250 টাকা কমেছে। 1 কেজি খুচরা রূপার দাম 79250 টাকা। আজ রুপোর দাম 250 টাকা কমেছে। 1 কেজি রুপোর বাটের দাম 79400 টাকা। গতকাল রুপোর বাটের দামে কোনো পরিবর্তন হয়নি। 1 কেজি খুচরা রূপার দাম 79500 টাকা। গতকাল খুচরা রুপোর দামে কোনো পরিবর্তন হয়নি।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *