চাকরি

Dearness Allowance: আবার DA বাড়তে চলেছে! কত শতাংশ ফাইনাল আপডেট দেখে নিন

সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে পুজোর আগেই হতে পারে বড় কোন ধরণের ঘোষণা। আর এবারে এই নিয়ে ফাইনাল আপডেট পাওয়া গেল। ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্র হোক বা রাজ্য সরকারি কর্মচারী (Government Employees) সকলেই নিজেদের বকেয়ার দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এবারে সেই আন্দোলনের সুফল (Employee Benefits) মিলতে চলেছে বলে মনে করছেন অনেকে।

Dearness Allowance Hike News.

পুজোর আগেই পকেটে ঢুকবে টাকা! বিভিন্ন রিপোর্ট মারফত জানা যাচ্ছে। মোদি সরকার কেন্দ্র সরকারি কর্মীদের দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে। কবে বাড়বে মহার্ঘ ভাতা? লোকসভা ভোটের অনেক আগেই কেন্দ্র সরকার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে কর্মীদের। আগে 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেত কেন্দ্র সরকারি কর্মীরা এখন তারা পাচ্ছে 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা।

মহার্ঘ ভাতা বৃদ্ধি নিশ্চিত!

কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এবার দ্বিতীয় দফায় কত শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়বে এই নিয়ে ধন্দে রয়েছে কর্মীরা। শোনা যাচ্ছে এবার আর 4 শতাংশ বাড়বে না মহার্ঘ ভাতা এর থেকে কম বৃদ্ধি পেতে পারে। রিপোর্ট মারফত জানা গিয়েছে এবার 3 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়তে পারে।

কবে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে?

রিপোর্ট অনুযায়ি আগামী সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র সরকার। তবে সরকারি ভাবে এখনো কিছু জানান হয়নি। কেন্দ্র সেপ্টেম্বর মাসেই মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রান বৃদ্ধি করতে পারে। যা 1 লা জুলাই 2024 থেকে কার্যকর হবে। যদি মহার্ঘ ভাতা (Dearness Allowance) 3% বাড়ান হয় তাহলে কর্মীদের মহার্ঘ ভাতা দাঁড়াবে 53%. একটি কথা জানিয়ে রাখি মহার্ঘ ভাতা 50 শতাংশ এর বেশি হয়ে গেলেও আপাতত বেতনর সাথে যুক্ত করা হবে না।

Holiday (ছুটি)

অষ্টম বেতন কমিশন মহার্ঘ ভাতা বৃদ্ধি!

অষ্ঠম পে কমিশন গঠন না হওয়া পর্যন্ত এমনই চলবে। কেন্দ্র সরকারি কর্মীরা আশা করছেন সময় মত 2026 সালে অষ্ঠম বেতন কমিশন গঠন করা হবে। সরকারি নিয়ম অনুযায়ি প্রতি 10 বছর পর পর নতুন বেতন কমিশন গঠন করা হয় (Dearness Allowance). সেখানে কেন্দ্রীয় কর্মীদের বেতন, ভাতা, ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী ক্ষেত্রে কমিশনের সুপারিশ মেনে বৃদ্ধি করা হয় বেসিক পে ও যাবতীয় ভাতা।

গাড়ি মালিকদের জন্য উপহার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের! ট্যাক্স কমতে চলেছে?

এর আগে 2014 সালের 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়। সেই সময় দেওয়া সুপারিশ গুলো 2016 সালের 1লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়। তাই এবার হিসেব মত আশা করা হচ্ছে যে 2026 সালে 1লা জানুয়ারিতে আবার অষ্ঠম বেতন কমিশন গঠন করা হতে পারে। আর এই বেতন কমিশন গঠন হলেই একধাক্কায় অনেকটাই ভাতা (Dearness Allowance) বাড়বে বলে মনে করা হচ্ছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *