পশ্চিমবঙ্গের খবর

Electric Bill: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে 300 টাকা ছাড় পাবেন! ‘হাসির আলো’ প্রকল্পে আবেদন করুন

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর! বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে এক সিদ্ধান্তে লাভবান হতে চলেছেন অনেকে। দিন দিন গরম বেড়েই যাচ্ছে। আর কিছু দিন বাদেই শুরু হতে চলেছে পুজো, আর এই সময় কিছুটা হলেও শীতের আমেজ শুরু হয়ে যায় রাজ্যে (Government of West Bengal). কিন্তু অতিরিক্ত গরমের জেরে সকলেই নাজেহাল হয়ে যাচ্ছেন এবং ফ্যান, AC ছাড়া টেকা দায় হয়ে যাচ্ছে (Hasir Alo Electricity Bill).

West Bengal Hasir Alo Scheme Provide Discount on Electric Bill

আর এর ফলে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুৎ বিল (Electric Bill). আর এতে মধ্যবিত্তদের পকেটে পরছে টান। এই আবহে সাধারন মানুষদের একটু স্বস্তি দিতে বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি নতুন ঘোষনা করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন সাধারন মানুষ। কি সেই সিদ্ধান্ত চলুন বিস্তারিত জেনে নিন। করোনার সময় দিল্লিবাসীদের বিদ্যুৎ মাসুল কমিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল কমলো

আর 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারও ফ্রি করে দিয়েছিল। 201 থেকে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে 50% পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে ঘোষনা করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী। এই ঘোষনার ফলে উপকৃত হয়েছিল দিল্লির নাগরিকরা। এবার এই পথ অবলম্বন করতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার। তারা হাসির আলো নামে একটি প্রকল্প এনেছে যে প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী বিদ্যুৎ বিলে (Electric Bill) ছাড় পাবেন।

Get Discount on Electric Bill in West Bengal

রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার্থে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে। তেমনই বিদ্যুৎ বিল (Electric Bill) নিয়ে এবার নতুন ঘোষনা করল সরকার। এবার থেকে বিদ্যুৎ বিলে মিলবে 300 টাকা ছাড়! এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে মিলবে ছাড়। এই হাসির আলো প্রকল্প যে নতুন তা নয় অনেক কয় বছর আগেই চালু করেছিল রাজ্য সরকার এই প্রকল্প।

হাসির আলো প্রকল্প

রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্প চালু করে 2020 সালে। এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট বিদ্যুৎ বিল (Electric Bill) বিনামূল্যে পেয়ে থাকেন। এই 75 ইউনিট বিদ্যুৎ খরচ হয় প্রায় 300 টাকা। হিসেব করে দেখতে গেলে দেখা যাবে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুৎ বিলে। তবে এই ছাড় সবার জন্য নয়। কাদের জন্যে এই ছাড় দেওয়া হয়েছে দেখে নিন।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন)

কারা পাবেন এই সুবিধা?

এই হাসির আলো প্রকল্পের সুবিধা রাজ্যের সব বাসিন্দারা পাবেন না। যে সব ব্যক্তিরা অন্ত্যোদয় অন্ন যোজনা বা BPL ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধু তারাই এই সুবিধা পেতে পারবেন। তাই যাদের BPL রেশন কার্ড রয়েছে তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে ফেলুন। আর খুব সহজেই আপনারা এই প্রকল্পের মাধ্যমে Electric Bill এ ছাড় পেয়ে যাবেন।

পিএম আবাস যোজনা নতুন লিস্ট প্রকাশিত! এখনই চেক করে নিন

কিভাবে আবেদন করবেন?

এই হাসির আলো প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্যে বিদ্যুৎ দফতরে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তা নাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন যখন অনুষ্ঠিত হয় (Electric Bill). সেখানে উপস্থিত থাকা বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে আবেদনপত্র জমা দিতে পারেন। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.

Related Articles