Jio Recharge Plan – আবার নতুন রিচার্জ প্ল্যান আনল Jio. সারা বছরের খরচ থেকে মুক্তি!
গ্রাহকদের কথা মাথায় রেখে মাঝে মাঝেই এমন Jio Recharge Plan আনে যা খরচা সাশ্রয়ী। যেখানে আপনি অনেক সুবিধা এক সাথে পেতে পারেন। জিওর তরফে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার মাধ্যমে নিজেদের পত ছিলা শুরু করেছিল ভারতে। আর বাকি সকল টেলিকম কোম্পানি গুলোর মধ্যে এই কোম্পানির তরফে অনেক কমে এই সকল প্ল্যান নিয়ে আসা হয়।
Annual Jio Recharge Plan 3333 with Fancode Subscription.
আজকের এই আলোচনাতে আমরা এমনই এক Jio Recharge Plan সম্পর্কে আলোচনা করতে চলেছি, যার মাধ্যমে একবার রিচার্জ করলে সারাবছরের জন্য আপনারা নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। আর এখন এত ব্যাস্ত জীবনের মধ্যে থেকে প্রতিমাসে Jio Recharge Plan বা অন্য কোন প্ল্যান কেনার কথা মনেই থাকেনা অনেকের। কিন্তু এই জন্য অনেক সময় সমস্যার সম্মুখীনও হতে হয় সকলকে। এই সমস্যা থেকে বাঁচার উপায় সম্পর্কে আজকে আমরা জানাতে চলেছি।
৩,৩৩৩ টাকার জিও সেরা রিচার্জ প্ল্যান
সম্প্রতি Reliance Jio তরফ থেকে ৩,৩৩৩ এই রিচার্জ প্ল্যানটি (Jio Recharge Plan) লঞ্চ করা হয়েছে। যেটি এখনো তেমন ভাবে প্রচলিত হয়নি। তবে এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দুর্দান্ত সব অফার। এর পাশাপাশি পাবেন Fancode. ফ্যানকোড হলো ভারতের একটি ওভার স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে ফুটবল, ফর্মুলা ১ এবং ক্রিকেট সহ আরো একাধিক স্পোর্টস স্ট্রিম করা হয়।
৩,৩৩৩ টাকার Jio Recharge Plan আপনারা এই পরিষেবাটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অন্যথায় আপনাকে এখানে মাসিক বা বার্ষিক প্যান কিনতে হবে। যার মূল্য ২০০ টাকা প্রত্যেক মাসে এবং বার্ষিক করলে ৯৯৯ টাকা। শুধু মাত্র স্পোর্টস স্ট্রিমিংই নয় এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েজ কলিং, সহ প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ভ্যালিডিটি।
৩,৩৩৩ টাকার জিও প্ল্যানের সুবিধা
এছাড়া রয়েছে প্রত্যেকদিন 2.5 GB করে ডেটা ব্যবহার করার সুবিধা। এক বছরের এই রিচার্জ প্ল্যানটিতে কোনো গ্রাহক রিচার্জ করলে এক বছরের জন্য 2.5 GB করে মোট 912.5 GB ডেটা পাবেন। সাথে পাবে Jio Cinema, Jio Cloud, Jio Security মতো অ্যাপ গুলোর ১ বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রিপশন। ফ্যানকোড যাদের প্রয়োজন রয়েছে তাদের জন্য এই প্ল্যানটি বেস্ট হতে চলেছে।
2999 Rupees Jio Recharge Plan
যেই সব গ্রাহকদের ফ্যানকোড (Fancode Subscription) প্রয়োজন নেই তারা ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি করতে পারেন। এখানে আপনি এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যেকদিন ১০০ টি এসএমএস এবং ২.৫ জিবি ডেটা অফার। এছাড়া রয়েছে ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যান। যেখানে ৮৪ দিনের জন্য আপনারা Disney + Hotstar, Zee 5, Hoichoi, Jio TV, Jio Cinema Premium এর মতো মোট ১৫ টি অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
দৈনন্দিন 2 GB করে মোট 168 GB ডেটা আপনারা পেয়ে যাবেন। সাথে থাকছে প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলিং। যেই সব গ্রাহকেরা টাকা সাশ্রয় করে Jio Recharge Plan বেনিফিট পেতে চান তাদের জন্য এই তিনটি রিচার্জ প্ল্যান সর্বোত্তম। এছাড়াও আপনারা My Jio অ্যাপে এর থেকেও বেশি সুবিধাজনক প্ল্যান সম্পর্কে জেনে নিতে পারবেন।
Written by Sathi Roy.
প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। PMSYM Yojana প্রকল্পে কিভাবে আবেদন করবেন?