Dearness Allowance: 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের! খুশির খবর মাসের প্রথমেই
ফের একবারের জন্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড় খবর পাওয়া গেল। কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে, এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Govt Employees) ৫০% ডিএ পাচ্ছিলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে, যার ফলে বর্তমানে মোট DA-র পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।
Dearness Allowance Hike News
এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি (Dearness Allowance Salary Hike) পাওয়ার খবরও কানা ঘুষো শোনা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক কথায় সোনায় সোহাগা বলা যেতেই পারে। তবে রাজ্য সরকারি কর্মচারীরাও অপেক্ষা করে রয়েছে তাদের ডিএ বৃদ্ধি পাওয়ার জন্য, সেই সাথে রাজ্যে কবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকরী হবে তার অপেক্ষা করে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা।
৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি
এতদিন পর্যন্ত ৩৮ শতাংশ হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা। চার শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলের এখন মোট ডিএ পরিমাণ হলো ৪২ শতাংশ। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে এই ডিএ পার্থক্য অনেকটাই তবে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে অনেকটাই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এই বর্ধিত ডিএ পহেলা নভেম্বর ২০২৪ থেকে কার্যকর করা হবে (Dearness Allowance). ডিএ বৃদ্ধির ফলে ৬.৫ লক্ষ রাজ্য সরকারের কর্মচারী উপকৃত হলো।
তবে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার এখনো ডিএ বৃদ্ধি নিয়ে কোন বক্তব্য রাখেননি। পশ্চিমবঙ্গ সরকার ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission) কার্যকর করে, তখন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছিল মাত্র ৬%। এই এক বছরের মধ্যেই প্রায় ৮ বার Dearness Allowance বৃদ্ধি হয়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ।
রাজ্য সরকারি কর্মচারীরা যদিও একাধিকবার এই নিয়ে মামলা, মিছিল, মিটিং করেছেন তবুও রাজ্য সরকার কোনো ভাবেই ডিএ বৃদ্ধি নিয়ে মতামত পোষণ করেনি। সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এই নিয়ে মামলা চলছে। তবে কোনো রকম সিদ্ধান্ত গৃহীত হয়নি এই বিষয়ে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ ডিএ (Dearness Allowance) পাচ্ছেন বর্তমানে যা এককথায় অনেক বেশি।
নভেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা। কোন কার্ডে কত কিলো পাবেন?
এবারে আগামী বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার মামলা উঠতে চলেছে এবং এই দিন আদৌ সুনানিও হবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে এবং যদি শুনানি হয় তাহলে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়ে চিন্তারও শেষ নেই, এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে।
Written by Shampa Debnath