চাকরি

Dearness Allowance – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আবার DA বাড়ল! কতটা লাভ হবে সকলের?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা অনেক দিন আগেই করা হয়েছে। নতুন বছরে আবার বাড়বে মহার্ঘ ভাতা!! তবে কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা? আর কবে বাড়বে? এই বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন। রাজ্য সরকারি কর্মীরা (WB State Government Employees) বকেয়া মহার্ঘ ভাতা ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন চালিয়েই যাচ্ছেন।

West Bengal Dearness Allowance News.

নতুন বছরের জানুয়ারি মাস থেকে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). আর এরপরে আবার মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষনা করেছে রাজ্য সরকার বাজেট পেশের দিন। বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য ঘোষনা করেন 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ান হবে। আর এই 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে মে মাস থেকে।

আগের অর্থবর্ষে ঘোষনা করা হলেও নতুন অর্থবর্ষ থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। এর ফলে 2024 সালে মে মাস থেকে রজক সরকারি কর্মীরা 14 শতাংশ হারে Dearness Allowance পাবে অর্থাৎ বেসিক স্যালারির 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বাংলার সরকারি কর্মীরা। আপাতত মে মাস পর্যন্ত তারা 10 শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাবেন।

রাজ্য সরকার 14% Dearness Allowance বাড়ালেও কেন্দ্রের সাথে মহার্ঘ ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees) বর্তমানে সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। রবিবারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ধুবুলিয়া সুকান্ত স্পোটিং ক্লাব মাঠের জনসভা থেকে সেই বিষয় নিয়ে তিনি আবার জানান, সরকারি কর্মীদের আমরা সাহায্য করছি।

Pension (অটল পেনশন যোজনা)

বাজেটের ঘোষনা অনুযায়ী, তারা আবার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এই গুলো সব আগেই বলা হয়েছিল। বাকিদের মত একই জিনিস বার বার ঘোষণা করা হচ্ছে না। এর মধ্যে আবার সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) বাংলার সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের (5Th Pay Commission) আওতায় বকেয়া Dearness Allowance মামলা চলছে। এই মামলা দায়ের করা হয়েছিল 2022 সালে।

10 হাজার টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে। রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করুন।

আগামী 15ই জুলাই Dearness Allowance মামলা উঠবে সুপ্রিম কোর্টে। 18ই মার্চ এই মামলা ওঠার কথা ছিল কোর্টে কিন্তু সময়ের অভাবে মামলাটি কোর্টে উঠতে পারেনি। আর নতুন করে কোন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারের তরফে করা হয়নি। বাজেটের ঘোষণা অনুসারেই নতুন অর্থবর্ষ অর্থাৎ আগামী মে মাস থেকে এই ঘোষণা কার্যকর করা হবে। সেই হিসাবে নতুন অর্থবর্ষে আবার বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি (DA Hike News) হল কর্মীদের।
Written by Ananya Chakraborty.

ব্যাংক থেকে লোন নিলেই করুন এই 5 টি কাজ। নইলে লোন শোধ হলেও টাকা কাটতেই থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *