ছুটি

Holiday: অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। কারা ও কিসের জন্য পাবে?

আমাদের মধ্যে ছোট থেকে বড় সকলের ছুটি (Holiday) পেতে খুব ভালো লাগে। আর বিগত অক্টোবর ছিল পুরোপুরি উৎসবের মাস, আর এই কারণের জন্য সকল সরকারি স্কুল, কলেজ একটানা ছুটি ছিল প্রায় ১ মাস পর্যন্ত। শুধুমাত্র সরকারি অফিস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো খুলে গেছিলো। কিন্তু ফের একবারের জন্য অতিরিক্ত ছুটি দেওয়ার ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).

Special 5 Days Holiday for Government Employees

একঘেয়েমি কর্ম জীবন থেকে একটু বিরতি নিতে সবাই পছন্দ করেন, তবে সেপ্টেম্বর মাস থেকে অনেক ছুটি (Holiday) পেয়েছেন সরকারি কর্মীরা। সেপ্টেম্বর, অক্টোবর দুটো মাস পুজোর মাস, দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো, ভাইফোঁটার ছুটি পেয়েছে সরকারি কর্মীরা। এরপরে নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, গুর নানক জন্মদিন উপলক্ষে ছুটি ছিল।

অতিরিক্ত ৫ দিন ছুটি ঘোষণা

এর মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবারও বিশেষভাবে পাঁচ দিনের ছুটির ঘোষণা করা হলো। রাজ্য সরকারি কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন। সব ক্ষেত্রে সরকারি কর্মীদের ছুটি একই রকম হয় না। জরুরী পরিষেবায় নিযুক্ত যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছেন, তাঁরা পুজোর সময়ে ছুটি (Holiday) পায় না। সেই সমস্ত সরকারি কর্মীদের জন্যই বিশেষভাবে ছুটির ঘোষণা করলেন রাজ্য সরকার।

12 percent dearness allowance hike news

শুক্রবার বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল ছুটির (Holiday) কথা ঘোষণা করেন। তিনি ঘোষণা করে বলেন, রাজ্যের যে সকল সরকারি কর্মীরা পুলিশ কর্মী, দমকল কর্মী, স্বাস্থ্য কর্মী এবং পুরসভা কর্মী হিসেবে নিযুক্ত রয়েছেন সে সমস্ত কর্মীরা রাজ্যের মানুষের জন্য সুবিধা দানের জন্য ২৪ ঘন্টা নিরলস পরিশ্রম করেন।

স্বাস্থ্য সাথী প্রকল্পে কড়াকড়ি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় নির্দেশ

পুজোর মধ্যেও এই সরকারি কর্মীরা মানুষকে সুবিধা দিয়ে গিয়েছেন তাই তাদের বিশেষ ছুটি পাওয়াটা প্রাপ্য। তিনি তাই তাদের বরাদ্দ ১৫ দিনের ছুটিকে বাড়িয়ে আরও ৫ দিন যুক্ত করে ২০ দিনের ছুটির (Holiday) ঘোষণা করলেন। এই ঘোষণার ফলে এই সমস্ত কাজে নিযুক্ত সরকারি কর্মীরা অনেকটাই আনন্দিত। আর এই ঘোষণার ফলে যারা সকলের সুরক্ষার জন্য কাজ করেন তারা খুবই খুশি হয়েছেন।
Written by Shampa Debnath

Related Articles