ছুটি

Holiday: আবার টানা 5 দিন ছুটি! কবে থেকে শুরু? কারা পাবেন?

ছুটি (Holiday) এমনই এক জিনিস যা যত দিনই পাওয়া যাক না কেন সর্বদা কমই মনে হয়। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যের সকল সরকারি কর্মী ও স্কুলের ছাত্র ছাত্রীরা অনেক ছুটি পেয়েছেন। কিন্তু বিশেষ করে এবারে লোকসভা ভোটের সময় তীব্র গরম থাকার জন্য প্রায় ২ মাসের জন্য গরমের ছুটি (Summer Vacation 2024) দেওয়া হয়েছিল। কিন্তু এই গরমের ছুটি সবাই পায়নি, কিন্তু এবারে এই ছুটি সবাই পাবে কিনা দেখে নেওয়া যাক।

Long Independence Day Holiday in West Bengal for 5 Days.

রাজ্যে ফের ছুটি (Holiday) থাকবে স্কুল কলেজ সহ সরকারি প্রতিষ্ঠান গুলো। টানা ছুটি আবার! সম্প্রতি কিছু দিন
আগেই রাজ্যের স্কুল গুলো টানা 2 মাসের ছুটি শেষ করলো। তবে এবার আবার ছুটি পরবে টানা আর এই ছুটি থাকবে সন সরকারি অফিস, স্কুল কলেজ গুলোতে অর্থাৎ এক কথায় সকলেই এই ছুটি পাবে বলেই মনে করা হচ্ছে। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে ৫ দিন ছুটি থাকবে!

বছরের শুরুতেই সরকারের তরফে রাজ্যের সকল সরকারি অফিস ও স্কুলের জন্য ছুটির তালিকা (Holiday List 2024) প্রকাশ করে দেওয়া হয়। আর তার থেকে বেশি ছুটি দেওয়া হয়না কাউকেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে টানা অনেক ছুটি পর পর থাকার জন্য এক টানা ছুটি (Holiday) পেয়ে যায় অনেকে। আর এবারেও এমনটাই হতে চলেছে।

Holiday in August 2024

এবার সব সরকারি অফিস ও স্কুল কলেজ গুলো টানা ছুটি পাবে। 5 দিন টানা ছুটি (Holiday) পাবে তারা। এই ছুটিতে দীঘা, পুরী, দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিতে পারেন। গরমের ছুটি না পাওয়ায় আসন্তোষ দেখা দিয়েছিল সরকারি কর্মীদের মনে, এবার এই অসন্তোষ মিটবে। এবার সরকরি অফিস গুলো টানা ছুটি থাকবে। আর কিছু দিন পর জুলাই মাস পার করে আগস্ট মাস। আর এই আগস্ট মাসেই টানা 5 দিন ছুটি থাকবে।

আগস্ট মাসে কবে কবে থাকছে ছুটি?

অগাস্ট মাসের মাঝখানে স্বাধীনতা দিবস (Independence Day Holiday). ওই দিন স্কুল কলেজ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই ছুটি থাকে। এই স্বাধীনতা দিবস থেকেই টানা ছুটি পাবেন কর্মীরা। এই সময় পুরো দুর্গা পুজোর (Durga Puja 2024) মতন ছুটি পেয়ে যাবেন আপনারা। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Chit Fund (পশ্চিমবঙ্গে চিট ফান্ড কেলেঙ্কারি)

আগস্ট মাসের ছুটির তালিকা

এবার স্বাধীনতা দিবস 15 ই অগাস্ট বৃহস্পতিবার। তারপরে পারসি নতুন বছর (Parsi New Year), শুক্রবর 16 ই আগস্ট। এরপরে শনিও রবিবার ছুটি। তারপরে আবার সোমবার 19 ই আগস্ট রাখি পূর্ণিমা। পার্সি নতুন বছরে এই রাজ্যে ছুটি থাকে না। তবুও সেই দিন একটা লিভ নিয়ে নিলেই টানা 5 দিন ছুটি উপভোগ করতে পারবেন। এই ছুটি শুধু বাংলায় নয় সারা দেশে বজায় থাকবে।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের সুখবর দিলো সরকার! মহিলারা জানতে চাইছিলেন

কিছু কিছু রাজ্যের শুক্রবার পারসি নতুন বছরের জন্য ছুটি থাকতে পারে। এই সম্পর্কে এখনো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। গরমের ছুটির পর এটি বড় Holiday হতে চলেছে। তাই যারা ঘুরতে যেতে চাইছেন তারা তৈরি করেন নিন নিজেদের ঘুরতে যাওয়ার তালিকা। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *