Dearness Allowance – 50% হারে বকেয়া DA পাবে রাজ্য সরকারি কর্মীরা? দারুণ কৌশল ভেবে নিলেন!
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা নিয়ে এক পোস্ট খুবই ভাইরাল হয়েছে। সেই ফেসবুক পোস্ট সরকারি কর্মীদের (Government Employees) এক গ্রুপ থেকেই করা হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, ’50% মহার্ঘ ভাতা নাকি এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে যদি এই গ্রুপের 90 হাজার বন্ধু এক সাথে দাঁড়াই!!!
West Bengal Dearness Allowance Latest News.
এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। যে রাজ্য সরকারি কর্মী সংগঠন দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার Dearness Allowance দাবিতে আন্দোলন চলিয়ে যাচ্ছেন তাদের গ্রুপ থেকেই এই পোস্ট ভাইরাল হয়।তবে আদৌ সেটা হবে কিনা তা নিয়ে ধন্দে আছে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে তেমন কিছুই জানানো হয়নি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ট বেতন কমিশনের (6Th Pay Commission) আওতায় মহার্ঘ ভাতা পান।
আর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা (West Bengal Government Employees) তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলন অর্থাৎ মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) বিচারাধীন। কিন্তু এই ভোটের আগে রাজ্য সরকারের তরফে দুই দফায় Dearness Allowance বৃদ্ধি করা হয়েছে ১৪%, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকটাই কম এখন।
এই দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের (7Th Pay Commission) আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীরা মে মাসে তাদের 4 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির (Dearness Allowance Hike) পর তারা এখন 14 শতাংশ হারে ষষ্ট বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের Central (Government Employees) DA এর সঙ্গে আরও অন্য ভাতাও বৃদ্ধি করে দেওয়া হয়েছে।
রাজ্যে এখনো সপ্তম বেতন কমিশন চালু করা হয়নি কবে চালু করা হবে তা এখনো বলা সম্ভব নয়। কারন এই বিষয়ে রাজ্য সরকারে তরফ থেকে কিছু জানানো হয়নি। তাই রাজ্য সরকরি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। শেষ যতবার Dearness Allowance বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের ততবার ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেড়েছে।
রাজ্য সরকারি কর্মীদের এই Dearness Allowance নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। পঞ্চম বেতন কমিশনের (5Th Pay Commission) আওতায় বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই মামলার শুনানি রয়েছে জুলাই মাসে। এবারে দেখার অপেক্ষা যে এই শুনানিতে কি নির্দেশ দেওয়া হয় কোর্টের তরফে। কিন্তু এই ৫০% হারে মহার্ঘ ভাতার খবর শুধুমাত্র সরকারি কর্মীদের তৈরি একটি গ্রুপের মাধ্যমে প্রকাশিত।
Aadhaar ATM ব্যবহার করে টাকা তুলুন, PIN নম্বর OTP জানার দরকার নেই!
আর এই 50% Dearness Allowance বা ৫০% হারে মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে কোন ধরণের মতামত জানানো হয়নি। এই পোস্ট সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Ananya Chakraborty.
স্কুল শিক্ষকদের আদর্শ আচরণবিধি চালু হলো। শিক্ষকতা করতে হলে কি কি নিয়ম মানতে হবে?