Bandhan Bank FD – বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট সুদের হার কত? জেনে নিয়ে বিনিয়োগ করুন
আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ফিক্সড ডিপোজিট (Bandhan Bank FD) স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। কিন্তু এখন মানুষ অনেক সজাগ হয়ে গেছে আর এই জন্য অনেকেই যেই ব্যাংকে বেশি সুদ (FD Interest Rate) দেয় সেখানে বিনিয়োগ করতে পছন্দ করেন। আর এই কারণের আজকের এই প্রতিবেদনে আমরা বন্ধন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার 2024 সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নেব।
Bandhan Bank FD Interest Rates 2024.
দিন দিন যে পরিমানে জিনিস পত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে সংসার চালানটাই দুষ্কর হয়ে ওঠে। এখন যে পরিমান মানুষ কাজ করে বেতন পায় তাতে এখন কোনো মত সংসার চলে যায় কিন্তু ভবিষ্যতে তা হবে না। এখন যে টাকা দিতে সংসার চালান যাচ্ছে ভবিষ্যতে তার দ্বিগুণ টাকা লাগবে সংসার চালানোর জন্য। তাই এখন থেকেই টাকা সঞ্চয় (Bandhan Bank FD Investment) করা উচিৎ।
বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট ২০২৪
নিজের কষ্ট করে উপার্জিত টাকা থেকে কিছু কিছু টাকা নিয়ে তা কোনো জায়গায় সঞ্চয় করা উচিৎ। সঞ্চয় করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। তার মধ্যে Fixed Deposit, Mutual Fund, Life Insurance এমন আরো অনেক। আজ আপনাদের সাথে বন্ধন ব্যাংকের 500 দিনের ফিক্সড ডিপোজিটের (Bandhan Bank 500 Days Fixed Deposit) ব্যাপারে আলোচনা করবো।
বন্ধন ব্যাংক FD ইন্টারেস্ট রেট
বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিট (Bandhan Bank FD) অফার করে। এখন বেশিরভাগ মানুষ SIP ও Mutual Fund সম্পর্কে আবগত না হওয়ার জন্য Fixed Deposit স্কিমকেই বেছে নেন। কারণ অনেকেই মনে করেন যে এই স্কিম খুবই নিরাপদ। তবে আপনি যেখানেই এফডি করতে যাবেন সেখনে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার আগে জেনে নেবেন সেই ব্যাংক বা আর্থিক সংস্থা আপনাকে কত সুদ দেবে।
বন্ধন ব্যাংক আকর্ষণীয় সুদের হার সহ স্থায়ী আমানত অফার করে
যে ব্যাংক বেশি সুদ দেবে সেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন। এক্ষেত্রে সব থেকে জনপ্রিয় ব্যাংক হল বন্ধন ব্যাংক। এখানে মাত্র 500 দিনের Bandhan Bank FD এ গ্রাহকদের জন্যে দুর্দান্ত সুদ সহ এফডি অফার করে থাকে। আর অনেক নাম করা ব্যাংকের থেকেও গ্রাহকরা বেশি সুদ পেতে পারবেন। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা জেনে নিন।
বন্ধন ব্যাংক ৫০০ দিনের ফিক্সড ডিপোজিট
বন্ধন ব্যাংক তার গ্রাহকদের দুর্দান্ত সুদ সহ 500 দিন অর্থাৎ 1 বছর 4 মাস 11 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে দুর্দান্ত সুদের হার অফার করছে। এক্ষেত্রে সাধারন নাগরিকদের ক্ষেত্রে 7.85% সুদ ব্যবহার করা হচ্ছে এবং প্রবীন নাগরিকদের ক্ষেত্রে 8.35% পর্যন্ত সুদের হার (Bandhan Bank FD Interest for Senior Citizens) অফার করা হচ্ছে।
একাউন্ট বন্ধ হয়ে যাবে! PNB গ্রাহকদের ৩০শে জুনের আগে এই কাজ করার নির্দেশ
How to Open Bandhan Bank FD Online?
আপনার কাছে যদি বন্ধন ব্যাংকের একাউন্ট না থেকে থাকে তাহলেও আপনি বন্ধন ব্যাংকে 500 দিনের ফিক্সড ডিপোজিটের জন্যে একাউন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বন্ধন ব্যাংকে বা ব্যাংক এর শাখায় গিয়ে সেখানে Bandhan Bank FD ওপেন করার ফর্ম সংগ্রহ করে তা পুরন করতে হবে। তারপরে তার সাথে সব প্রয়োজনীয় নথি যুক্ত করে জমা করতে হবে।
Written by Ananya Chakraborty.