অর্থনীতি

সেভিংস একাউন্টে মাসে ৭% সুদ পাবে গ্রাহকরা! RBI-র ঘোষণায় খুশির হাওয়া

Savings Account Interest Rate

২০২৫ সালের প্রথম থেকেই ভারতের রিজার্ভ ব্যাংক (RBI) বড়সড় ঘোষণা করল সেভিংস একাউন্টে সুদ নিয়ে। এবার আর তিন মাস বা ছয় মাস অপেক্ষা নয়, মাসে মাসে ৭% পর্যন্ত সুদ মিলবে আপনার ব্যাংক একাউন্টে। এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য যেমন লাভ জনক, তেমনি ব্যাংক গুলির প্রতিযোগিতাও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

সেভিংস একাউন্টে প্রতি মাসে ৭% পর্যন্ত সুদের সুবিধা!

বর্তমানে অধিকাংশ ব্যাংক ২.৫% থেকে ৪% সুদ দিচ্ছে সেভিংসে, মূল্য বৃদ্ধির তুলনায় এই হার যথেষ্ট কম, ফলে সাধারণ মানুষ আগ্রহ হারাচ্ছিল সেভিংসে, RBI এর নতুন পদক্ষেপ মানুষের সঞ্চয়ে উৎসাহ দেবে এবং ব্যাংকিং ব্যবস্থাকেও আরও মজবুত করবে। আর মাসে মাসে সুদ পেলে মানুষ আর সেভিংস একাউন্টের ওপর থেকে নিজেদের ভরসা হারাবে না এমনটাই মনে করছেন অনেকেই।

কোন ব্যাংকে কত শতাংশ সুদ পাওয়া যাবে?

  • 1 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.25% সুদ মিলবে।
  • 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 3.5% সুদ মিলবে।
  • 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 5% সুদ মিলবে।
  • 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখলে 6.5% সুদ মিলবে।
  • 25 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত জমা রাখলে 7% পর্যন্ত সুদ মিলবে।
  • 3 কোটি টাকা থেকে 7.5 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.5% হারে সুদ মিলবে।
  • 7.5 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত রাখলে 6.25% হারে সুদ মিলবে।
  • 50 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পর্যন্ত রাখলে 6% পর্যন্ত সুদ মিলবে।

প্রতি মাসে সুদ পাওয়ার সুবিধা কী কী?

RBI এর এই নতুন নিয়ম অনুযায়ী, সুদ প্রতি তিন মাসে একবার না পেয়ে এখন প্রতি মাসেই সুদ জমা হবে। এর ফলে – টাকা দ্রুত বাড়বে, কম্পাউন্ডিং ইফেক্টে দীর্ঘমেয়াদে বেশি লাভ হবে, রিটায়ার্ড ব্যক্তিদের জন্য এটি দারুণ সুবিধা, কারণ নিয়মিত আয় পাবেন।

নতুন সুদ হার কাদের জন্য প্রযোজ্য?

  1. যে কোনো ব্যক্তি যার ব্যাংক একাউন্ট রয়েছে।
  2. নতুন একাউন্ট খোলার ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য।
  3. বর্তমান গ্রাহকদের কোনও আলাদা আবেদন করতে হবে না।

প্রতিমাসে ৯৩৭৫ টাকা! LIC জীবন শান্তি ফিক্সড ডিপোজিট স্কিম দিচ্ছে দারুণ সুযোগ

এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব

সেভিংস একাউন্ট আরও আকর্ষণীয় হবে, Fixed Deposit (FD) এর প্রতি নির্ভরতা কিছুটা কমতে পারে, ছোট সঞ্চয়কারীরা আরও বেশি আগ্রহ দেখাবেন ব্যাংকে টাকা রাখার বিষয়ে। পেনশনার, গৃহবধূ, স্টুডেন্ট, ছোট ব্যবসায়ী এবং মধ্যবিত্ত পরিবার যারা নিয়মিত সঞ্চয় করতে চান তারা খুব সুবিধা পাবেন এই স্কিমের মাধ্যমে। এই সুবিধা পেতে গেলে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি – একাউন্ট সক্রিয় থাকতে হবে, যে সব ব্যাংক ৭% পর্যন্ত সুদ দেবে, সেই গুলির শর্ত ভালো করে পড়ুন, মাসিক ব্যালান্স মেনটেইন করার নিয়ম থাকলে তা অবশ্যই অনুসরণ করুন।

Related Articles