পুজোর আগেই সরকারি কর্মীদের DA ছাড়াও বড় খবর! সকাল সকাল না জানলেই নয়
আর কয়েক মাস পরই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। আর এই উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই সরকার তাদের কর্মীদের (Government Employees Benefits) জন্যে দারুন ঘোষনা করল। চলতি বছর লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকারি কর্মীদের খুশি করে দিয়েছিল সরকার। চলতি বছর 1 লা জানুয়ারিতে কেন্দ্র সরকার (Central Government) তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) 4 শতাংশ বৃদ্ধি করেছিল।
Good News for Government Employees Before Durga Puja 2024.
যার ফলে সরকারি কর্মীদের ভাতা বেড়ে হয়ে যায় 50 শতাংশ। কেন্দ্র সরকার এই সিদ্ধান্তে খুশির আলোড়ন তৈরি হয়েছিল কর্মী মহলে। আর এবার আর এক খুশির খবর দিল কেন্দ্র। আর আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য ফের দীপাবলিতে (Diwali 2024) ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। আর এরই সঙ্গে আরও কি কি সুবিধা দেওয়া হবে সেই সম্পর্কে দেখা যাক।
সরকারি কর্মীদের ভাতা বাড়বে
কেন্দ্র সরকারি কর্মীদের বাড়বে কয়েকটি ভাতা (Allowance Hike) সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, গত 4 ঠা জুলাই, Employees Provident Fund Organisation বা EPFO সংস্থা একটি সার্কুলার জারি করেছে। সেখানে বলা হয়েছে 13 টি ভাতার মধ্যে আছে HRA অর্থাৎ হাউজ রেন্ট অ্যালাওয়েন্স, পরিবহন ভাতা (TA), ডেপুটেশন এবং স্প্লিট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ী বা ট্যাক্সি, অটো রিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা, ডেপুটেশন ইত্যাদি ভাতা বাড়তে চলেছে।
সপ্তম পে কমিশন
যেহেতু সপ্তম পে কমিশন (7th Pay Commission) অনুযায়ি কেন্দ্র সরকারি কর্মীদের ভাতা 50 শতাংশে পৌছেছে তাই মহার্ঘ ভাতার সাথে অন্য ভাতা গুলোর সামঞ্জস্য রাখতে ওই ভাতা গুলো 25 শতাংশ বাড়ানোর (Allowance Hike) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর ফলে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) হতে পারে বলে মনে করা হচ্ছে।
Govt Employees Salary Hike
এতো গুলো ভাতা বৃদ্ধিতে খুশি কর্মীরা। যেহেতু ভাতা বাড়ছে তাই বৃদ্ধি পেতে চলেছে বেতন। বেতন বাড়ানোর মূল কারন হল বেসরকারি সংস্থায় উচ্চ পদের কর্মীদের বেতনের সাথে পাল্লা দেওয়া। গত শনি র একটি প্রতিবেদনে জানান হয়েছিল যে অনেক ক্ষেত্রে দেখা যায় উপযুক্ত বেতন না মেলায় অনেকেই সরকারি সংস্থায় কাজ ছেড়ে বেসরকারি সংস্থায় যোগ দিচ্ছে।
ভারতের বাজেট ২০২৪ পেশ মোদী সরকারের 3.0 অর্থমন্ত্রীর। সরকারি কর্মী, গরীব ও মধ্যবিত্তের জন্য কি খবর?
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
এর ফলে কাজের অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই এই সমস্যা দূর করতেই উচ্চ পদের কর্মীদের বেতন বাড়ানো হবে। কিন্তু এই বেতন বাড়ান হবে সেই কর্মীর কাজের উপরে ভিত্তি করে অর্থাৎ যে কর্মীর কাজ ভালো থাকবে তার বেতন বাড়বে। আধিকারিকদের পক্ষ থেকে জানান হয়েছে পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড সংস্থার নেতৃত্বস্থানীয় কোনও যোগ্য কর্মী পেতেই বেতন বাড়ানোর কথা ভাবা হয়েছে।
Written by Ananya Chakraborty.