Pension: সরকারি কর্মীরা আরও বেশি পেনশন পাবে! সরকার কি সিদ্ধান্ত নিলো?
সকল সরকারি কর্মীদের (Govt Employees) ভবিষ্যতের সম্বল হল পেনশন (Pension). আমরা সকলেই জানি যে বয়স হয়ে গেলে অনেকেই নিজেদের সেরা দিয়ে কাজ করতে পারেন না, আর জন্য এই পেনশন অনেকটাই কাজে লাগে তাদের। এখন শুধু সরকারি কর্মীরাই নয় তাদের সঙ্গে অন্যান্য ফিল্ডে কাজ করা কর্মীরাও ভবিষ্যতের জন্য এই পেনশন পেতে ইচ্ছুক।
Central Govt Employees Pension News
আর এই কারণের জন্য সরকারের তরফেও অনেক ধরণের পেনশন প্রকল্প (Pension Scheme) নিয়ে আসা হয়েছে। যাই হোক আজকে সরকারি কর্মীদের পেনশন নিয়ে কিছু জরুরি তথ্য আপনাদের জানাতে চলেছি। কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর দিয়েই চলেছে। কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছেন।
সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেক দিনের চাওয়া ইচ্ছের পূর্ণতা দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এত দিন পর্যন্ত সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে কিছু দিন আগে কেন্দ্রীয় সরকার আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন (Pension). ফলস্বরপ বর্তমানে মোট মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।
শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি হতে পারে। সেটাও যদি সম্পূর্ণ হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এক কথা সোনায় সোহাগা। তবে সম্প্রতি আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কেন্দ্রীয় তরফে। জানা যাচ্ছে, পেনশনভোগীদের জন্য বাড়তে চলেছে পেনশনের মাত্রা। কেন্দ্রের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে সেন্ট্রাল সিভিল পেনশন রুলস, ২০২১-র আওতায় থাকা অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন থেকে আরও অতিরিক্ত পেনশন পাবেন অর্থাৎ এই রুলসের আওতায় থাকা যে সমস্ত অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বয়স ৮০ পেরিয়ে গিয়েছে তাঁরা আরও অতিরিক্ত পেনশন (Pension) পাবেন। নয়া বিজ্ঞপ্তিতে মুখে হাসি ফুটেছে অবসর প্রাপ্তদের, বয়স অনুযায়ী এই পেনশনের মাত্রা বাড়বে।
কোন বয়সে কত পেনশন বাড়বে?
যে সমস্ত অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বয়স ৮০ – ৮৫ বছরের মধ্যে তাঁরা বেসিক পেনশনের ওপরে ২০ শতাংশ অতিরিক্ত ভাতা পাবেন। যে সমস্ত পেনশনধারীর বয়স ৮৫ – ৯০ বছরের মধ্যে হয়, তাঁরা বেসিক পেনশনের ওপর ৩০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পেবেন। যে সমস্ত পেনশনভোগীর বয়স ৯০ – ৯৫ এর মধ্যে হয়, তাঁরা বেসিক পেনশনের (Pension) ওপর ৪০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাবেন।
যে সমস্ত অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ৯৫ – ১০০ বছরের মধ্যে তাঁরা বেসিক পেনশনের ওপরে ৫০% হারে অতিরিক্ত ভাতা পাবেন। যে সমস্ত পেনশনধারীর বয়স ১০০ বছর বা তার বেশি হয়, তাঁরা বেসিক পেনশনের (Pension) ওপর ১০০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাবেন। এই নির্দেশিকায় ৮০ বছরের বেশি বয়সের যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন, অতিরিক্ত পেনশন পাওয়ার জন্য তাদের মুখে চওড়া হাসে ফুটেছে।
নভেম্বর মাসে রেশন সামগ্রীর তালিকা। কোন কার্ডে কত কিলো পাবেন?
তবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যেভাবে একের পর এক মহার্ঘ ভাতা বা বেতন বৃদ্ধি করে চলেছেন, সেই ভাবে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। ১৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে আর কোন বেতন বা ডিএ বৃদ্ধির খবর আসেনি রাজ্য সরকারের তরফে। এই পেনশন নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Shampa debnath