Medicine Price – অতি প্রয়োজনীয় 800 টি ওষুধের দাম একধাক্কায় বাড়ল। নতুন দাম শুনে চক্ষু চড়কগাছ।
মধ্যবিত্তদের জন্যে খারাপ খবর। এবার ওষুধ (Medicine Price) কিনতে নাভিশ্বাস উঠে যাবে মধ্যবিত্তদের। কারন ওষুধের দাম বাড়তে চলেছে। নতুন অর্থবর্ষ শুরুর দিন থেকে অনেক নিয়মে বদল ঘটতে চলেছে। আর তার মধ্যে পড়েছে ওষুধের দামও। 1লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হবে আর সেই দিন থেকেই অতি প্রয়োজনীয় ওষুধের দাম (Medicine Price Hike) বাড়তে চলেছে।
Medicine Price Hike In India From 1st April 2024.
যেমন ধরুন অ্যান্টিবায়োটিক, পেইন কিলার সহ ভিটামিন, মিনারেল ও কোভিড রোগের ওষুধও। বর্তমানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই দাম দেদারসে বেড়েই চলছে। গ্যাস থেকে শাক সবজি প্রসাধনী সামগ্রী সবেরই দাম বেড়ে যাচ্ছে। এবার এই সব জিনিসের সাথে যুক্ত হতে চলেছে ওষুধ (Medicine Price). 1লা এপ্রিল থেকে অতি প্রয়োজনীয় ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, পেইনকিলার সহ বেশকয়েকটি ভিটামিন, মিনারেল ও কোভিড রোগের ওষুধ এরও দাম বাড়তে চলেছে।
জাতীয় ওষুধ মূল্য নির্ধারক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এই ঘোষনা করেছে যা পাইকারি মূল্য সূচকের বার্ষিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় অপরিহার্য ওষুধের তালিকার অধীনে তলিকাভুক্ত ওষুধের দামে (Medicine Price) কিছু শতাংশ ক্ষুদ্র বার্ষিক মূল্য বৃদ্ধি নির্দেশ করে। কয়েকদিন আগেই ফর্মা সংস্থা গুলো বিজেপির নির্বাচনী বন্ডে প্রায় 900 কোটি টাকা দিয়েছে বলে জানা গিয়েছে।
NPPA ঘোষনা করেছে যে, পাইকারি মূল্য সূচকের বার্ষিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ওষুধের জাতীয় তালিকার অধীনে ওষুধের জন্য পরিবর্তনের পরিমাণ হবে 0.0055 শতাংশ। অর্থনৈতিক উপদেষ্টা, শিল্প বিভাগ এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রকের কার্যালয় দ্বারা প্রদত্ত WPI ডেটার উপর ভিত্তি করে।
WPI তে বার্ষিক পরিবর্তন 2023 সালের ক্যালেন্ডার বছরে 0.00551 শতাংশ হিসেবে কাজ করে বলে জানিয়েছে NPPA. 2022 সালে ওষুধের দাম 10 শতাংশ বাড়ান হয়েছিল এবং গত বছর 2023 সালে ওষুধের দাম (Medicine Price) 12 শতাংশ বাড়ানোর পরে চলতি বছরেও দাম বৃদ্ধি ঘটবে। এই ওষুধের দাম বৃদ্ধির তালিকায় থাকবে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, ভিটামিন, খনিজ পদার্থ Covid 19 এর বিরুদ্ধে লড়াই করার মত কিছু ওষুধ।
আপনার কাছে 5 ও 10 টাকার কয়েন আছে? পুরনো কয়েন আর চলবে না? RBI কি জানালো?
স্টেরয়েডের মত ওষুধ সহ 800 টির ও বেশি ওষুধের দাম (Medicine Price) বাড়বে। আর এই খবর শোনার পর থেকে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের খুবই সমস্যার সম্মুখীন হতে চলেছেন বলে মনে করছেন অনেকে। আর এবারে নতুন দাম কি হতে চলেছে সেই নিয়ে সেই নিয়ে চিন্তায় অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.
ভারতে এলো নতুন গৌতম আদানীর মোবাইল SIM. কলিং ও ইন্টারনেট ফ্রি।