টেলিকম

রিচার্জের দামে স্বস্তি দিলো BSNL! আরও গ্রাহক কমবে Jio, Airtel, VI এর?

দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে আর তার সাথে টেলিকম সংস্থারা তাদের রিচার্জ প্ল্যানের দাম (BSNL Recharge Plan) বাড়িয়েই চলেছে। এমনিতেই সংসার চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষদের। তার উপরে মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge Price) বাড়ায় আরো চাপ সৃষ্টি হয়েছে সাধারন মানুষদের উপরে। কিন্তু Jio, Airtel, Vi দাম বাড়ালেও বিএসএনএল গ্রাহকদের সব দিক থেকে স্বস্তি দিতে চলেছে (Bharat Sanchar Nigam Limited).

BSNL Recharge Plan for 84 Days to Compete Jio, Airtel, VI.

সম্প্রতি 5G স্প্রেকট্রাম নিলামের পরই টেলিকম সংস্থা গুলোর মধ্যে ট্যারিফ বৃদ্ধি পাওয়ার ঘটনা রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 3 রা জুলাই মধ্যরাত থেকে জিও, এয়ারটেল, VI তাদের মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম বাড়িয়ে দিয়েছে। আর এই বৃদ্ধির ফলে রীতিমত মাথায় হাত গ্রাহকদের। কিছু জায়গায় রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে বিক্ষোভও শুরু হয়েছে। তবে এই আবহে সরকারি টেলিকম সংস্থা সাধারন মানুষদের জন্যে নিয়ে এলো দারুন রিচার্জ।

BSNL Recharge Plan 2024

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এর এই 84 দিনের দুর্দান্ত প্ল্যানটির নাম STV 599. এই প্ল্যানটিতে রয়েছে Unlimited Calling আর প্রয়োজনে অতিরিক্ত ডেটার সুবিধাও। এই প্ল্যানটির (Recharge Plan) মাধ্যমে গ্রাহকরা দৈনিক 3 GB ডেটা সহ প্রতিদিন 100 টি SMS আর Unlimited ভয়েস কলের সুবিধা পাবেন। হিসেব অনুযায়ি তাহলে 84 দিনে মিলবে 252 GB ডেটা। সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় হল মুম্বাই (Mumbai), দিল্লী (New Delhi) ছাড়াও সব টেলিকম সার্কেলে এই পরিষেবা পাওয়া যাবে।

Jio Airtel Vi Mobile Tariff Hike is Unexpected

এই দিকে জিওর 3 GB ডেটার মূল্য BSNL এর থেকে উল্লিখিত রিচার্জের থেকে দ্বিগুণ। আগে জিও প্রতিদিন 3 GB যে ডেটা প্ল্যানের অফার দিত তার দাম চিল 999 টাকা। সম্প্রতি জিওর এই প্ল্যানের দাম (Jio Recharge Plan) বেড়েছে। এই রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়েছে 1199 টাকা। তবে শুধু যে জিও দাম বাড়িয়েছে তা নয় এয়ারটেল, ভোডাফোন আইডিয়াও (Vodafone Idea) দাম বাড়িয়েছে।

Jio Annual Plans (জিও বার্ষিক প্ল্যান)

আর এই সময় BSNL এর এই অফার দেওয়াতে এই সব বেসরকারি টেলিকম সংস্থার গ্রাহকদের মাথায় হাত। কারন তাদের গ্রাহক এখন কমতে শুরু করেছে। বর্তমান যুগে দাঁড়িয়ে চারিদিকে অপ্রত্যাশিত দাম বৃদ্ধি টেলিকম দুনিয়াতে একের পর এক বড় ঝড় তুলছে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই সব সংস্থা গুলো তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়ে দিয়েছে।

12,000 টাকা দেওয়া হবে, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সুখবর

এই দিকে BSNL তাদের দুর্বল 4G পরিষেবা এবং নেটওয়ার্ক সমস্যা দূর করতে দেশ জুড়ে 10 হাজারেরও বেশি 4G টাওয়ার বসানোর কাজ শেষ করেছে. তাই আশা করা হচ্ছে ভবিষ্যতে BSNL এই সব বেসরকারি টেলিকম সংস্থা গুলোকে টেক্কা দেবে। আর আপনারাও কি BSNL SIM Card কিনতে চাইছেন? নিচে কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *