Govt Employees: একধাক্কায় বেতন ও পেনশন বৃদ্ধি সরকারি কর্মীদের! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?
পশ্চিমবঙ্গে একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা (State Govt Employees Benefits). আর এই দিকে কেন্দ্র সরকার সহ বাকি রাজ্যের সরকার গুলি তাদের কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েই যাচ্ছে (Salary Hike). লোকসভা ভোটের অনেক আগেই কেন্দ্র সরকার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কর্মীদের (Central Government Employees Pension Hike). আগে 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেত কেন্দ্র সরকারি কর্মীরা এখন তারা পাচ্ছে 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা।
8th Pay Commission Implement for Govt Employees Benefits.
কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অনেকে তাই ভাবছেন এবার সপ্তম থেকে অষ্ঠম বেতন কমিশন (8th Pay Commission) ঘোষণার তোড়জোড় শুরু হতে পারে (Govt Employees). এর আগে অষ্ঠম বেতন কমিশনের আর্জি জানিয়ে কেবিনেট সেক্রটারিকে চিঠি দেন কেন্দ্র সরকারি কর্মচারি সংগঠনের সাধারন সম্পাদক এসবি যাদব।
তাহলে কি খুব তাড়তাড়ি চালু হতে পারে অষ্ঠম পে কমিশন?
সরকারি নিয়ম অনুযায়ি, প্রতি 10 বছর পর পর নতুন বেতন কমিশন (New Pay Commission for Govt Employees) গঠন করা হয়। সেখানে কেন্দ্রীয় কর্মীদের বেতন, ভাতা, ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী ক্ষেত্রে কমিশনের সুপারিশ মেনে বৃদ্ধি করা হয় বেসিক পে ও যাবতীয় ভাতা। এর আগে 2014 সালের 28শে ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়।
সরকারি কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধি!
সেই সময় দেওয়া সুপারিশ গুলো 2016 সালের 1 লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়। তাই এবার হিসেব মত আশা করা হচ্ছে যে 2026 সালে 1 লা জানুয়ারিতে আবার অষ্ঠম বেতন কমিশন গঠন করা হতে পারে। আর এই কমিশন গঠন হলে আখেরে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Govt Employees) সুবিধা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
কত বেতন ও পেনশন বাড়বে কর্মীদের?
অষ্ঠম বেতন কমিশন গঠন হলে বেতন বাড়বে অনেকটা এবং পেনশন কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্র সরকারি কর্মীরা (Govt Employees) আশা করেছিল চলতি বছর অষ্ঠম বেতন কমিশন গঠন করতে পারে কেন্দ্র সরকার। কিন্তু তা করেনি কেন্দ্র। সরকারে তরফ থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। 2025 সালের 31 শে ডিসেম্বর যে সপ্তম কমিশনের মেয়াদ শেষ হবে তা নিয়েও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
আধার কার্ড গ্রাহকদের হাতে আর বেশি সময় নেই! গ্রাহকদের জন্য সরকারের নির্দেশ
তাই 2026 সালে অষ্ঠম বেতন কমিশন গঠন করা হবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে কর্মীরা (Govt Employees). অষ্ঠম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি যদি মোদি সরকার মান্যতা দেয় তাহলে ফিটম্যান্ট ফ্যাক্টার (Fitment Factor) আর 1.92 শতাংশ বাড়তে পারে। তাহলে সরকারি কর্মীদের নূন্যতম বেতন 18 হাজার থেকে বেড়ে 34,560 টাকা হবে। এর সাথে পেনশনও বাড়তে পারে নূন্যতম 17280 টাকা।
Written by Ananya Chakraborty.