গুরুত্বপূর্ণ খবর

Ration Items List – এবার থেকে রেশনে পাবেন 9টি নতুন আইটেম। কি কি পাবেন জেনে নিন।

রেশন কার্ড গ্রাহকদের জন্য মাসের শেষে নতুন খবর। আগামী মাসের শুরুতেই রেশন দোকানে নতুন সামগ্রী (Ration Items List) পাবেন গ্রাহকরা। এখন এই রেশন কার্ড (Ration Card) এমন একটি প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে যা ছাড়া যে কোনও গরীব ও মধ্যবিত্ত মানুষের চলেনা। আর কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে গ্রাহকদের সুবিধার জন্য অনেক ধরণের সুবিধা নিয়ে আসা হয়েছে। আর এবারে এই নিয়ে ফের এক নতুন ঘোষণা করা হয়েছে।

New Ration Items List Provide by Government.

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশনের (Free Ration) সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর এবারে Ration Items List বা রেশনে দেওয়া সামগ্রী নিয়ে নতুন আপডেট পাওয়া গেল। এবারে রেশন দোকানে ৯টি আইটেম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। কী কী পাবেন? কারা পাবেন? কোথায় এমন সুবিধা দেওয়া হচ্ছে? সমস্ত কিছু বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

অতিরিক্ত কি কি রেশন সামগ্রী দেওয়া হবে?

সম্প্রতি ঘোষণা হয়ে গিয়েছে যাদের যাদের রেশন কার্ড রয়েছে তারা, চালের বদলে পাবেন এই ন’টি জিনিস (Ration Items List). মূলত এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন প্রকল্পের অধীনে একেবারে বিনামূল্যে রেশন সরবরাহ করা হবে জানা যাচ্ছে এমনটাই। রাজস্থানের মতো রাজ্য গুলোতে বেশ কিছু মাস আগে থেকেই বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আইটেম যেমন চাল, গম, চিনি, ডাল এবং তেল সরবরাহ করা হচ্ছে, এটা কারোরই অজানা নয়।

বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্য সরকারকে তাদের অধীনে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের এই নতুন সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করেছেন (Ration Items List). কিছুদিন আগে পর্যন্ত যাদের রেশন কার্ড (Ration Card) ছিল তারা শুধুমাত্র গম এবং চাল পেতেন। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র গম এবং চাল নয়, এই নির্দিষ্ট শস্য গুলো সুবিধাভোগীরা পেয়ে যাবেন।

কবে থেকে এই সামগ্রী দেওয়া হবে?

রেশন কার্ডের আওতায় চাল, ডাল, ভোজ্য তেল দেওয়া হবে একেবারে বিনামূল্যে (Ration Items List). কিন্তু দেশের বাকি সকল রাজ্যে এই ধরণের জিনিস দেওয়া হবে কিনা সেই সম্পর্কে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। কিন্তু ভবিষ্যতে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই নজর সকলের। এই সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নিন।

What is The Main Purpose to Provide More Ration Items List

খাদ্য এবং নাগরিক সরবরাহ দপ্তর থেকে বাস্তবায়িত রেশন কার্ড প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য ছিল মূলত ভারতীয় সমাজের দরিদ্র এবং বঞ্চিত অংশের মানুষদের একেবারে যতটা সম্ভব কম খরচে খাদ্য শস্য (Ration Items List) সরবরাহ করা। ভারত সরকারের তরফ থেকে স্বাধীনতার পরেই ঘোষণা করা হয়েছিল এমন বিষয়। এরপর ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী অনেক যোগ্য সুবিধাভোগী রেশন কার্ড প্রকল্প থেকে নিজেদের অজান্তেই বাদ পড়ে গিয়েছিলেন।

২০২৩ সালের জন্য নতুন করে বানানো হয়েছে রেশন কার্ডের তালিকা। এই তালিকার মূল লক্ষ্যই হল সমস্ত নথি প্রদান করে সমস্ত বিভাগের বঞ্চিত মানুষদের কভার করা। আর সময়ে সময়ে বিভিন্ন সরকারের তরফে সেই রাজ্যের গ্রাহকদের জন্য নতুন নতুন সামগ্রী (Ration Items List) দেওয়া হয় রেশন দোকানে। তাহলে এবারে দেখার অপেক্ষা যে ভোটপর্ব মিটলে কি হতে চলেছে।

Indian Currency (ভারতীয় মুদ্রা)

New Ration Card Apply Criteria Online

রেশন কার্ড তৈরি করতে গেলে অবশ্যই ইচ্ছুক ব্যক্তিকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। যে সমস্ত পরিবার গুলো রয়েছেন গ্রামীণ এবং দরিদ্র সীমার নিচে তাদেরকে দেওয়া হবে রেশন কার্ড। উচ্চ বার্ষিক আয় রয়েছে কিংবা চাষ যোগ্য জমি রয়েছে এমন কৃষকেরা কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না (Ration Items List). শুধুমাত্র গরিব পরিবারের সদস্যরাই নতুন রেশন কার্ডের তালিকায় আওতাভুক্ত থাকবেন।

বিনামূল্যে ডবল রেশন দেওয়া হবে। Free Ration দেওয়া নিয়ে দারুণ সুখবর

এই জন্য গরিব পরিবারের সকল সদস্যদের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়াও আবাসনের পরিমাণ, ব্যাংকের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর এক্ষেত্রে দিয়ে দিতে হবে ইচ্ছুক ব্যক্তিকে (Ration Items List). ইচ্ছুক ব্যক্তি নিজের বাড়িতে বসেও করতে পারবেন রেশন কার্ড এবং এলাকায় রেশন অফিসারের কাছে গিয়ে রেশন কার্ড তৈরির জন্য আবেদন জানাতে হবে।
Written by Tithi Adak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *