Hallmark Gold Price – সোনার দামে মহা পরিবর্তন পশ্চিমবঙ্গে। হলমার্ক গয়নার সর্বনিম্ন দাম বিয়ের মরশুমে।
পশ্চিমবঙ্গে বিয়ের মরশুম চলাকালীন হলমার্ক সোনার দামে (22 Carat Hallmark Gold Price) অনেকটাই পতন লক্ষ করা গেল সপ্তাহের শুরুতেই। আর এই খবর সোনার পর থেকে বেজায় খুশি হয়েছেন সকল হবু পাত্রপাত্রী এবং তাদের অভিভাবকেরা। কারণ এখনকার দিনে খুব কম খরচে নম নম করেও ছেলে মেয়েদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় মা বাবাদের।
Hallmark Gold Price Today In West Bengal.
বিয়ের মরশুম মানেই সোনার গহনার চাহিদা। অর এই বিয়ের মরশুমেই সোনার দাম (Hallmark Gold Price) ওঠানামা হয়েই যাচ্ছে। গত পরশু সোনার দাম বেড়েছিল। তারপরে গতকাল দাম কমেছিল সোনার। জানুয়ারির শেষ সপ্তাহে 30 ও 31 তারিখে সোনার দাম বেড়েছিল। তবে বাজেট পেশের পরের দিন কিছুটা কমেছিল। এদিকে আজকে কেমন থাকবে সোনার দাম (Hallmark Gold Price) তা জেনে নিন।
22K 24K Hallmark Gold Price
10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63380 টাকা। 1 গ্রামের দাম 6338 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63800 টাকা। 1 গ্রামের দাম 6380 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 58100 টাকা। 1 গ্রামের দাম 5810 টাকা। আর এই দামের (Hallmark Gold Price) সঙ্গে অতিরিক্ত GST যোগ করা হবে এবং এই কারণের জন্য এই দাম অনেকটাই বৃদ্ধি পায়।
Pure Silver Price In Kolkata
1 কেজি রুপোর বাটের দাম 71300 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 71400 টাকা। বাঙালিদের বিয়েতে রুপোর বেশি ব্যবহার না থাকলেও অবাঙালিদের বিয়েতে এবং অনেকে ধরণের শুভ কাজে রুপো এবং রুপোর গয়নার (Silver Ornaments) প্রয়োজন পরে। আর এই কারণের জন্যই এই রুপোর দামও অনেকটাই কমছে এবং বাড়ছে বললেই চলে।
3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।
Hallmark Gold Price And Silver Price In Yesterday
10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 63500 টাকা। 1 গ্রামের দাম 6350 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 63800 টাকা। 1 গ্রামের দাম 6380 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 60650 টাকা। 1 গ্রামের দাম 6065 টাকা (Hallmark Gold Price) 1 কেজি রুপোর বাটের দাম 71300 টাকা। 1 কেজি খুচরা রূপার দাম 71400 টাকা। আজ সোনা ও রুপোর দাম অপরিবর্তিত আছে।
Written by Ananya Chakraborty.