Municipality Recruitment: পৌরসভায় 12000 মাইনেতে কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদনে দ্রুত চাকরি!
পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্যে দারুন খবর। সম্প্রতি রাজ্যের পৌরসভা দফতরে কর্মী নিয়োগ (Municipality Recruitment) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই চাকরি প্রার্থীরা পৌরসভার এই পদ গুলোতে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি নথি লাগবে, পদের নাম কি এই সব ব্যাপারে পুরো তথ্য আজ আপনাদের এই প্রতিবেদন দেব।
West Bengal Municipality Recruitment 2024
বর্তমানে চাকরি পাওয়া খুবই কঠিন কাজের মধ্যে অন্যতম হয়ে উঠেছে সকলের কাছে। সেটা সরকারি হোক বা বেসরকারি। আর পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যে নতুন নতুন কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে। আর এই মধ্যে পৌরসভায় নিয়োগটিও (Municipality Recruitment) অন্তর্গত। তাহলে এই সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আমরা আগে জেনে নিতে চলেছি।
পশ্চিমবঙ্গে পৌরসভায় কর্মী নিয়োগ
পৌরসভায় যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম IT Personel. এই পদে 2 জন কর্মী নিয়োগ করা হবে। আর এছাড়াও সকলের যোগ্যতা ও প্রয়োজনীয়তা অনুসারে আরও কর্মী নিয়োগ (Municipality Recruitment) করা হতে পারে। তাই আপনারা আপনাদের কাছাকাছি পৌরসভায় খোঁজ রাখতে পারেন।
Municipality Recruitment Qualification & Salary
এই পদে আবেদন করার জন্যে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। পৌরসভার এই পদে চাকরি পেলে চাকরি প্রার্থীরা মাসে বেতন পাবে। নূন্যতম 12000 টাকা। 6 মাসের কাজের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে নিয়োগ হওয়া প্রার্থীদের।
Municipality Recruitment Apply Age
IT Personel পদে আবেদন করার জন্যে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত। 1 লা জানুয়ারি 2024-র তারিখ অনুযায়ি বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে। আর আবেদনের সময় আপনাদের বয়স সঠিক না হলে আপনারা আবেদন করতে পারবেন না, তাই আগের থেকে এই সম্পর্কে জেনে নিতে পারবেন। আর এই নিয়োগ শিলিগুড়ি কর্পোরেশনের জন্য করা হচ্ছে।
Municipality Recruitment Apply Process
এই পদে আবেদন করার জন্যে প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এর জন্যে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপরে তা সঠিক ভাবে পুরণ করে সব প্রয়োজনীয় নথি লাগাতে হবে। এরপরে নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে যে ঠিকানায় পাঠাতে বলবে সেই ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা নিচে দেওয়া হয়েছে।
Municipality Recruitment Process
আবেদন পত্র গৃহীত হলে প্রার্থীদের কম্পিউটার টেস্টের জন্যে ডাকা হবে। সেখানে প্রার্থীদের কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউে উত্তীর্ণ হলে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
লক্ষ্মীর ভাণ্ডারে সব টাকা ফেরত দিতে হবে? এই মুহূর্তের বড় আপডেট
আবেদনপত্র জমা করবেন কোথায়?
To the Commissioner of Siliguri Municipal Corporation , Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, PIN – 734001. এই ঠিকানায় আবেদন পত্র পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগ্রহী প্রার্থীদের 10 ই সেপ্টেম্বর 2024 এর মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌছে দিতে হবে।
Written by Ananya Chakraborty.