গুরুত্বপূর্ণ খবর

Pension: DA ছাড়ুন! পেনশন নিয়ে সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি সরকারি কর্মীরা

সরকারি কর্মীদের সাথে সাথে এবার পেনশনভোগীদের (Pension) জন্যেও দারুন খবর রাজ্য সরকারের তরফ থেকে। বিগত কিছু দিন ধরে আমরা দেখে আসছি যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে এক টানাপড়েন চলছে। কিন্তু বিগত কিছু মাসের মধ্যে অনেক রাজ্য সরকারের (Government) তরফে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

Big Update on Government Employees Pension

আর এবারে পেনশন (Pension) নিয়ে দারুণ সুখবর ঘোষণা করা হল। কোন রাজ্য সরকার ঘোষনা করল চলুন দেখে নিন বিস্তারিত। কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা সহ আরো একাধিক ভাতা বাড়িয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। আগে কর্মীরা 46 শতাংশ হারে মহার্ঘ ভাতা পেত জানুয়ারি মাসে 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়ার পর এখন 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের।

পেনশন গ্রাহকদের জন্য সুখবর!

এই দিকে এবার দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (DA) পুজোর আগেই বাড়বে বলে শোনা যাচ্ছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই 3 থেকে 4% হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। সেই অপেক্ষায় আছে কর্মীরা। আর এই আবহে এবার রাজ্য সরকারও তাদের কর্মীদের ও পেনশনভোগীদের (Pension) জন্যে বড় ঘোষনা করল। আর এর ফলে বর্তমানে যারা কর্মরত আর যারা পেনশন পাচ্ছেন সকলেরই সুবিধা হতে চলেছে।

DA-র মাঝেই পেনশন নিয়ে সুখবর

দেশের বিভিন্ন রাজ্যে লাগাতার DA নিয়ে আন্দোলন চলছে। এরই মাঝে এবার দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী 6 মাসের মধ্যে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের বকেয়া টাকা মেটানোর কোথাও জানিয়েছেন তিনি। রাজ্যের 27000 পেনশনভোগীদের এরিয়ার (Pension Arrear) মিটিয়ে দেবেন বলে বলেছেন মুখ্যমন্ত্রী।

পেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা!

তিনি বলেছে 6 মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। এই সুখবর দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। 2025 সালের শুরুর দিকেই সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা ও Pension এরিয়ার পেয়ে যাবেন বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু। রবিবার সিমলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

Dearness Allowance (মহার্ঘ ভাতা বৃদ্ধি)

সেখানেই মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানান 70 বছরের উপরে 27000 পেনশনভোগীর বকেয়া Pension মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি সাধারন মানুষ। এই দিন তিনি আরো বলেন, ‘ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছে সরকার। প্রতিটি মানুষের কল্যাণের লক্ষে কাজ করে যাচ্ছে। 2027 সালের মধ্যে হিমাচল প্রদেশকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2032 সালের মধ্যে এই রাজ্যকে সব থেকে ধনী রাজ্য করে তুলতে চাই আমরা।

পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

সময় তাদের ক্ষমতায় আসে তখন তাদের উপরে প্রায় 1 লক্ষ কোটি টাকার বোঝা ছিল। সেই মুহূর্তেও তিনি সরকারি কর্মীদের কথা ভবেছেন। তখন সেই সময় কয়েক দফায় তার সরকার কর্মচারিদের 7 শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। আর এবার খুব তাড়াতাড়ি DA দেওয়ার পাশাপাশি চলতি বছরই 75 বছরের বেশি পেনশনভোগীদের Pension এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে সুখবিন্দার সিং সুখু।
Written by Ananya Chakraborty.

Related Articles