অর্থনীতি

Bank Fixed Deposit: এই ব্যাঙ্কের FD স্কিমে পাবেন আকর্ষণীয় রিটার্ন! কিসের অপেক্ষা করছেন?

ফিক্সড ডিপোজিট (Bank Fixed Deposit) হল আমাদের দেশের সবচেয়ে বেশি আর এই জন্য ব্যাঙ্ক ও পোস্ট অফিসের তরফে এই FD Scheme এ দারুণ সব অফার আর সুদের হার (FD Interest Rate) দিচ্ছে যাতে সকল গ্রাহকরা নিজেদের টাকা বিনিয়োগ করেন। আর আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নিতে চলেছি যে কোন ব্যাঙ্কের এফডি (Bank FD) তে বিনিয়োগ করলে আপনাদের সুবিধা হতে চলেছে।

Bank Fixed Deposit Interest Rate in 2024

আপনি কি Bank Fixed Deposit এ বিনিয়োগ করতে চাইছেন? তাহলে 30 শে সেপ্টেম্বরের মধ্যেই করে ফেলুন।না হলে এরপরে আর বিনিয়োগ করতে পারবেন না। বড় বড় অনেক কয়টি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার মেয়াদ শেষ হয়ে যাবে। কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মেয়াদ শেষ হচ্ছে এবং তাতে আপনাদের কতটা সুবিধা হবে সেই সম্পর্কে জেনে নিন।

ফিক্সড ডিপোজিটে সুদের হার

বর্তমানে বহু মানুষ FD তে বিনিয়োগ করেন। সরকারি বেসরকারি ব্যাঙ্কে বহু Bank Fixed Deposit Scheme রয়েছে। তবে এই সব ব্যাঙ্কের অনেক কয়টি FD তে বিনিয়োগের মেয়াদ খুব তাড়তাড়ি শেষ হয়ে যাবে। তালিকায় রয়েছে বহু সরকারি বেসরকারি বড় বড় ব্যাঙ্কের নাম। আর এই সকল স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে আপনারা বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন।

স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার

30শে সেপ্টেম্বর শেষ হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI Bank Fixed Deposit, Punjab and Sindh Bank, IDBI Bank, Indian Bank Fixed Deposit স্কীমে বিনিয়োগের মেয়াদ। 30 শে সেপ্টেম্বর শেষ হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের বিশেষ IND Super 300 Days-র বিনিয়োগের সময় সীমা। সাধারন নাগরিকদের জন্য এই স্কীমের আওতায় 7.05% এবং প্রবীণ নাগরিকদের জন্যে 7.55% এবং সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য 7.80% সুদ দেওয়া হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের (Bank Fixed Deposit) তরফ থেকে।

222 দিন এবং 333 দিনের জন্যে বিশেষ FD স্কীম নিয়ে এসেছে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক। এই Fixed deposit স্কীমে গ্রাহকদের 7.15% সুদ দেওয়া হয়। এই স্কীমে বিনিয়োগের শেষ তারিখ 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 300, 375 ও 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে IDBI BANK. এই ডিপোজিট স্কিমের নাম IDBI Bank Utsab FD Scheme.

NSC Scheme (পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট)

এর আওতায় 300 দিনের বিশেষ Bank Fixed Deposit স্কীমে 7.05% সুদ দেওয়া হচ্ছে সাধারন নাগরিকদের আর প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.55%. এই স্কীমের আওতায় 375 দিনের বিশেষ FD স্কীমে 7.15% সুদ দেওয়া হচ্ছে সাধারন নাগরিকদের আর প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.65%. 30শে সেপ্টেম্বর এই স্কীমে বিনিয়োগের মেয়াদ শেষ হয়ে যাবে।

9% সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে! ব্যাঙ্ক গ্রাহকদের কপাল খুলল

এই দিনে স্টেট ব্যাঙ্কের অমৃত কলস (SBI Amrit Kalash) স্কীমের মেয়াদ ও শেষ হতে যাবে। এই স্কীমের আওতায় 400 দিনের বিশেষ স্কীমে 7.10% সুদ দেওয়া হচ্ছে সাধারন নাগরিকদের আর প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে 7.60%. ওই দিন SBI-র আরও একটি FD Vcare-র বিনিয়োগের মেয়াদও শেষ হয়ে যাবে। এর মধ্যে কোনটি সবচেয়ে সুবিধাজনক সেই সম্পর্কে জেনে নিন।
Written by Ananya Chakraborty.

Related Articles