চাকরি

Salary Hike: মাইনে বাড়ছে শিক্ষক-শিক্ষিকাদের! স্কুল শিক্ষা দপ্তরের বড় ঘোষণা

পুজোর আগেই দারুন খবর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। অবশেষে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বেতন (Salary Hike) বাড়বে। সরকারের তরফে সকল সরকারি কর্মীদের জন্য অনেক ধরণের ঘোষণা করা হচ্ছে। মহার্ঘ ভাতা বৃদ্ধি (Dearness Allowance) থেকে শুরু করে হেলথ স্কিম (Health Scheme) ইত্যাদি। তাহলে এবারে কবে বেতন বাড়বে, কত বাড়বে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Government School Teacher’s Salary Hike News

পশ্চিমবঙ্গে এমনিতেই দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীরা (Salary Hike). কিন্তু তাদের এই দাবি এখন মানেনি রাজ্য সরকার। বর্তমানে তারা 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। তবে এবার আমাদের পড়শি রাজ্য তাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে এসেছে দারুন খবর। উৎসব শুরুর আগেই দারুন ঘোষনা করল বিহার সরকার (Government of Bihar).

শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি বিহারে

বিহার সরকারের পরিকল্পনা রয়েছে যে সেই রাজ্যে CPD প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় 3 লক্ষ কর্মরত শিক্ষক শিক্ষিকার বেতন বৃদ্ধির বিষয়ে সব জটিলতা দূর করা হবে। রাজ্যের শিক্ষা দফতরের আধিকর্তা এস সিদ্ধার্থের আগে প্রশিক্ষণ শেষ না করা শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি (Salary Hike) স্থগিত করেছিলেন। কিন্তু এবার বিহার রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ প্রশিক্ষণ শেষ করা শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে।

উৎসবের মরশুমের আগে বেতন বৃদ্ধি!

এবার এই শিক্ষক শিক্ষিকারা বেতন বৃদ্ধির (Salary Hike) সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। গত বছর জুলাই মাস থেকে শিক্ষক শিক্ষদের শিক্ষকতার মান কে আরো উন্নত করার জন্যে বাধ্যতামূলক ভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে শিক্ষা দফতর। পরিসংখ্যান বলছে, বর্তমানে বিহার রাজ্যে 3.23 লক্ষ শিক্ষক ও শিক্ষিকা আছে। তাদের মধ্যে 2 লক্ষ 92 হাজার 144 জন শিক্ষক CPD প্রশিক্ষণ শেষ করেছেন।

শিক্ষা দপ্তরের তরফে বড় ঘোষণা

এই তালিকা কিছুদিন আগেই প্রকাশ করেছেন শিক্ষা দপ্তর (Education Department). তবে এই তালিকা বলছে এখন 31 হাজার শিক্ষক এই প্রশিক্ষণ শেষ করেনি। বিহার রাজ্যের শিক্ষা আধিকর্তা এস সিদ্ধার্থ গত বছর 11 ই জুন নির্দেশিকা জারি করে বলেছিলেন যে সব শিক্ষক শিক্ষিকারা CPD প্রশিক্ষণ শেষ করেনি তাদের বেতন বৃদ্ধি (Salary Hike) স্থগিত রাখা হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী (West Bengal State Government Employees)

নির্দেশিকায় আরো বলা হয় যেসব শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ শেষ করবে সেই নির্ধারিত তারিখ থেকে তাদের বেতন বৃদ্ধি করা হবে। রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ গত 17 ই আগস্ট প্রশিক্ষণ শেষ করা শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। তাই এবার এই সব শিক্ষক শিক্ষিকারা বেতন বৃদ্ধির সুবিধা (Salary Hike) পাবেন বলে আশা করা হচ্ছে।

পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

বিহারে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা বাড়ছে

সংপ্রতি, বিহারে BSPC দ্বারা পরিচালিত একটি পরীক্ষায় দুই ধাপে প্রায় 2.5 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে পুনর্বহাল করা হয়েছে। এর পাশাপাশি বিহারের প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্কুল গুলোতে 5.77 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে। BPSC টে 2.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে এখন সেখানকার শিক্ষক শিক্ষিকার আনুপাত দাড়িয়েছে 351.
Written by Ananya Chakraborty.

Related Articles