SBI Recurring Deposit: ৩ হাজার জমিয়ে লাখপতি! স্টেট ব্যাঙ্কের RD স্কিমে সবচেয়ে বেশি সুদ
এখনকার দিনে মানুষ অনেক রকম সঞ্চয় প্রকল্পের বিনিয়োগ করে। আর এই সকলের মধ্যে একটি হল রেকারিং ডিপোজিট (SBI Recurring Deposit). আর এই স্কিমের কথা এখনো অনেক মানুষই জানেন না বা জানলেও সকল তথ্য না জানার মাধ্যমে অনেকেই এতে বিনিয়োগ করতে পছন্দ করেন না (State Bank of India RD). কিন্তু আজকের এই আলোচনাতে আমরা এই স্কিম সম্পর্কে সকল তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি (Recurring Deposit).
SBI Recurring Deposit 2024
ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুব প্রয়োজন। কিন্তু এই সঞ্চয় করার জন্য একেবারে মোটা টাকা বিনিয়োগ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই অল্প কিছু কিছু করে কোনো নিরাপদ স্থানে বিনিয়োগ করা ভালো যেখানে রিটার্ন আসবে ভালো। এই অল্প কিছু করে বিনিয়োগ করার সেরা মাধ্যম হল রেকরিং ডিপোজিট স্কীম। আজ আপনাদের সাথে SBI Recurring Deposit ব্যাপারে বলব।
স্টেট ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট স্কিম ২০২৪
এই SBI Recurring Deposit আপনারা পোস্ট অফিস বা সরকারি ব্যাঙ্ক সব জায়গায় খুলতে পারেন। এই RD বা রেকারিং ডিপোজিট স্কীম সরকারি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে খুললে আপনার জমা করা টাকা থাকে নিরাপদ। আর নির্দিষ্ট সময়ের পরে সুদ সহ ভালো রিটার্ন মেলে। এই রেকারিং ডিপোজিট স্কীমে প্রতি মাসে অল্প অল্প করে টাকা বিনিযোগ করা যায়। ত্রৈমাসিক ভিত্তিতে চক্র বৃদ্ধি হারে থাকে সুদের সুবিধা।
রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ২০২৪
ভারতের সবথেকে বড় সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে তাদের রেকারিং ডিপোজিট স্কীমে দিচ্ছে 6.5 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত সুদ। এই SBI Recurring Deposit Account-র মেয়াদ 5 বছর পর্যন্ত। যদি কোনো গ্রাহক এই অ্যাকাউন্টে (SBI RD Account) প্রতি মাসে 3000 টাকা বিনিযোগ করেন তাহলে কত রিটার্ন পাবেন দেখে নিন।
স্টেট ব্যাঙ্ক আরডি অ্যাকাউন্ট
স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কীমে (SBI Recurring Deposit) প্রতি মাসে 3000 টাকা করে 5 বছরের জন্য বিনিয়োগ করলে তাতে ব্যাঙ্ক সুদ দিচ্ছে 6.5% সুদ। 5 বছরে 3 হাজার টাকা করে বিনিয়োগ করলে আপনার মোট বিনিয়োগের পরিমান দাঁড়াবে 1 লক্ষ 80 হাজার টাকা। আর মেয়াদ শেষে সুদ সহ রিটার্ন পাবেন 2 লক্ষ 12 হাজার 972 টাকা।
এই ব্যাঙ্কের FD স্কিমে পাবেন আকর্ষণীয় রিটার্ন! কিসের অপেক্ষা করছেন?
আর আপনি যদি প্রতি মাসে 10 হাজার টাকা বিনিয়োগ করতে চান তাহলে রিটার্ন আসবে বেশি। আপনি যদি 5 বছরের জন্যে 10 হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে মোট বিনিয়োগের পরিমান দাঁড়াবে 6 লক্ষ টাকা। আর মেয়াদ শেষে সুদ সহ ফেরত পাবেন 7 লক্ষ 9 হাজার 902 টাকা। তাহলে আর বেশি চিন্তা না করে এই স্কিমের মাধ্যমে মালামাল হয়ে যান।
Written by Ananya Chakraborty.