পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই বড় সুখবর ঘোষণা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য দুর্গাপুজো শুরুর একমাস আগেই দারুণ খবর পাওয়া গেল। মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে (Government of West Bengal). চলতি বছরের শুরুতেও রাজ্য সরকারি কর্মীদের জন্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। একাধিক দফতরের ভাতা বাড়ানো (Allowance Hike) হয়েছে সাথে বাড়ানো হয়েছে পুজোর বোনাস (Bonus Hike).
West Bengal Government Employees Get Good News
হাতে গোনা কয়েক দিন বাকি পুজোর আর পুজোর আগেই আবার সুখবর দিল রাজ্য সরকার তাদের কর্মীদের। সম্প্রতি স্বাস্থ্য স্কীম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই খুশি সরকারি কর্মীরা। কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে দেখে নিন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর, মেডিকাল সেল পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতাভুক্ত রোগের তালিকা বাড়িয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর
এই নিয়েই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে রাজ্যের এই রোগের তালিকায় ছিল 17 টি রোগ। তবে এবার এর সংখ্যা বাড়ানো হল। আর এবারে ভাতা, বোনাস ও ছুটি (Holiday) বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের তরফে তাদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছেন অনেকে। আর এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
কোন কোন রোগ তালিকাভুক্ত করা হয়েছে?
স্বাস্থ্য বিভাগের নতুন বিজ্ঞপ্তিতে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং হাইপারকাইনেটিক ডিসঅর্ডার সহ নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার এই 6 টি রোগের নাম নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। যদি কোনো রাজ্য সরকারি কর্মী এই রোগে আক্রান্ত হয় তাহলে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কীমের আওতায় ওষুধের ব্যায় ক্লেম করা হবে।
এর আগে জুলাই মাসে রাজ্য অর্থ দফতরের মেডিকাল সেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ হেলথ স্কীমের আওতায় আরো কিছু হাসপাতালকে যুক্ত করা হয়। নতুন এই হাসপাতাল গুলোর নাম হল, কলকাতা কিডনি ইনস্টিটিউট (কালিকাপুর), তপোবন হাসপাতাল (দুর্গাপুর), টেকনো ইন্ডিয়া ডামা হেলথকেয়ার সেন্টার (ইএম বাইপাস), আরামবাগ ডায়াগ্নস্টিক (আরামবাগ), এএসজি হাসপাতাল (বিটি রোড)।
এএসজি হাসপাতাল (দেশপ্রাণ শাসমল রোড), হিমালয়ান আই ইনস্টিটিউট (শিলিগুড়ি), জ্যোতির্ময় আরোগ্য ভবন (চণ্ডীতলা, শ্রীরামপুর), মেডিট্রাস্ট ডায়াগ্নস্টিক (কাশিপুর রোড, দমদম)। এই সব হস্পাল গুলোতে এখন সরকারি কর্মীরা বা তাদের পরিবারের কেউ অসুস্থ হলে স্বাস্থ্য স্কীমের সুবিধা পাবে। এই স্বাস্থ্য স্কীমের আওতায় সরকারি কর্মী ও পেনশনভোগী 2 লক্ষ টাকা পর্যন্ত এবং তাদের পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবে।
সেপ্টেম্বরে বাড়তি ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। DA আন্দোলনের মাঝেই সিদ্ধান্ত
এই স্কীমের আওতায় কোনো কর্মী বা তার পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ 2 লক্ষ টাকার নিচে হয় তাহলে হাসপাতালকে কোনো বিল মেটাতে হবে না কর্মীকে। যদি কোনো সরকারি কর্মীর হাসপাতালের বিল ২ লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়।
Written by Ananya Chakraborty.