Govt Scheme for Women: মহিলারা মোটা টাকা পাবেন! জনপ্রিয় 4 প্রকল্পে আবেদন করে নিন
মহিলাদের জন্য দারুণ খবর (Govt Scheme for Women). দেশ তথা রাজ্যের মহিলাদের জন্য বরাবরই নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে কেন্দ্র এবং রাজ্য সরকার (Women’s Empowerment) পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প (Govt Scheme). তবে, কেবল মাত্র লক্ষ্মীর ভান্ডার নয়। লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি রাজ্যের মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa).
Govt Scheme for Women’s in India 2024
ঠিক তেমন কেন্দ্রীয় সরকারের তরফেও বেটি বাঁচাও বেটি পড়াও (Beti Bachao Beti Padhao) এর মত প্রকল্প রয়েছে। তবে এবার দেশের মহিলাদেরকে স্বনির্ভর করতে এসে গেছে বিশেষ চারটি প্রকল্প (Govt Scheme for Women). আর এই সকল প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য নানা ধরণের সুবিধা দেওয়া হয়ে থাকে।
মহিলাদের জন্য সরকারি প্রকল্প
মহিলাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য এই সরকারি প্রকল্প (Govt Scheme for Women) নিয়ে আসা হয় এবং এর মাধ্যমে কোটি কোটি মহিলাদের খুবই সুবিধা হতে চলেছে। তাহলে কি কি প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন সেই সম্পর্কে জেনে নিন।
মহিলা সম্মান সঞ্চয়পত্র (Mahila Samman Savings Scheme)
মূলত মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি ছোট সঞ্চয় প্রকল্প। কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য চালু করেছে এই স্কিমটি। ২০২৩ সালে শুরু হয়েছিল এটি। এর উদ্দেশ্য হল ভারতের মহিলাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। দেশের যে কোনও মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমটি মাত্র ২ বছরের জন্য উপলব্ধ থাকবে। যার অধীনে ৭.৫ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হয়। এই স্কিমের (Govt Scheme for Women) অধীনে সর্বাধিক ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে।
MSSC Scheme Apply Criteria
১) ভারতে বসবাসকারী যে কোনও বয়সের মহিলারা এই স্কিমের জন্য যোগ্য।
২) একটি নাবালিকা মেয়ের জন্য, তার পিতা মাতা বা তার আইনি অভিভাবক এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)
মেয়েদের ভবিষ্যৎ উন্নত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে, ৮.২% বার্ষিক সুদের হার উপলব্ধ। শুধু তাই নয়, আপনি আয়করের ধারা 80 C এর অধীনেও এর উপর কর ছাড়ও পেতে পারেন। আর এই প্রকল্পের (Govt Scheme for Women) মাধ্যমে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে এবং তারা নিজেদের পছন্দ মত পড়াশোনা করতে পারছেন।
SSY Scheme Criteria
- ১০ বছরের কম বয়সী মেয়ে শিশুর জন্য তাঁর পিতামাতা বা তাঁর আইনি অভিভাবক অ্যাকাউন্টটি খুলতে পারেন।
- স্কিমের নিয়ম অনুসারে, এক কন্যার নামেই শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
- পিতামাতা বা আইনী অভিভাবক শুধুমাত্র তাঁদের দুই কন্যার জন্যই একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- অ্যাকাউন্টধারীরা এক আর্থিক বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন (Govt Scheme for Women).
- যদি এক আর্থিক বছরে অ্যাকাউন্টে ন্যূনতম ২৫০ টাকা জমা না করা হয়, তাহলে অ্যাকাউন্টধারকের উপর ৫০ টাকা জরিমানা আরোপ করা হবে।
- এই স্কিমের অধীনে, অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৪ বছরের জন্য অ্যাকাউন্টে টাকা জমা করা যেতে পারে, তবে কন্যার ২১ বছর পূর্ণ হওয়ার পরেই মেয়াদ উত্তীর্ণ হবে।
মাঝি লড়কি বহেন যোজনা (Majhi Ladki Bahin Yojana)
মহারাষ্ট্র সরকার (Government of Maharashtra) আগস্ট মাসে রাজ্যের মহিলা বাসিন্দাদের জন্য মাঝি লড়কি বহেন যোজনা চালু করেছিল। এই স্কিমের (Govt Scheme for Women) জন্য আবেদন করার শেষ তারিখ নভেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।
Majhi Ladki Bahin Yojana Apply Criteria
১) মহারাষ্ট্রের মহিলা বাসিন্দারা এই স্কিমের (Govt Scheme for Women) জন্য অনলাইনে আবেদন করার যোগ্য।
২) আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্র রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) মহিলা আবেদনকারীর বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
৪) সমস্ত বিবাহিত, অবিবাহিত, পরিত্যক্ত, ডিভোর্সি এবং নিঃস্ব মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য।
৫) আবেদনকারীর নামে যে কোনও ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
৬) আবেদনকারীর পারিবারিক আয় ২.৫ লাখ টাকার বেশি হলে চলবে না।
সুভদ্রা যোজনা (Subhadra Yojana)
ওড়িশা সরকার সুভদ্রা যোজনার নির্দেশিকা জারি করেছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই প্রকল্পটি অনুমোদন করেছে এবং এটি শীঘ্রই চালু হবে। এই স্কিমের (Govt Scheme for Women) নির্দেশিকা অনুসারে, প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে এই প্রকল্পের অধীনে দুটি সমান কিস্তিতে বার্ষিক ১০০০০ টাকা দেওয়া হবে। পাঁচ বছর পর প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। এই টাকার পরিমাণ সুবিধাভোগীদের আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে, তাঁদের একটি সুভদ্রা ডেবিট কার্ডও দেওয়া হবে।
Subhadra Yojana Apply Criteria
১) ২১ থেকে ৬০ বছরের মধ্যে যে কোনও মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
২) যদি একটি পরিবারে দুই বা তিনজন যোগ্য মহিলা থাকেন, তবে প্রত্যেকেই এই প্রকল্পের (Govt Scheme for Women) সুবিধা পাবেন।
৩) আবেদনকারী মহিলাকে ওড়িশার স্থানীয় হতে হবে, বয়স ২১ বছর বা তার বেশি হতে হবে এবং ৬০ বছরের কম হতে হবে।
সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম! 10 গ্রাম সোনা কিনলে কত খরচ হবে?
৪) ধনী পরিবারের মহিলারা, সরকারী কর্মকর্তা এবং আয়কর দাখিলকারী মহিলারা এই স্কিমে আবেদনের জন্য যোগ্য হবেন না।
৫) যে মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা বা তার বেশি আয় করেন, তাঁরাও আবেদন করতে পারবেন না।
৬) অন্য কোনও সরকারি প্রকল্প (Govt Scheme for Women) থেকে প্রতি বছর ১৮০০০ টাকা বা তার বেশি যদি পান, তাঁরাও সুভদ্রা প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
Written by Sampriti Bose.