PM Awas Yojana: পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে? বড় আপডেট সরকারের তরফে
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (PM Awas Yojana) কথা সবাই জানে। কেন্দ্র সরকার (Government of India) দেশের দেশের গরিব মানুষ যাদের নিজস্ব বাড়ি নেই তাদের নিজেদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে সুখবর দিল কেন্দ্র সরকার। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনার কিস্তির টাকা। এমনটাই ঘোষনা করেছে মোদিজি। চলতি মাসের গ্রামীন এলাকার সুবিধাভোগীদের কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে (Pradhan Mantri Awas Yojana).
PM Awas Yojana Payment Status Check Online
সম্প্রতি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার PM Awas Yojana) টাকা কত তারিখে দেওয়া হবে। চলতি মাসেই জামশেদপুরে (Jamshedpur) প্রায় 26 লক্ষ সুবিধাভোগীদের জন্যে গৃহ প্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 15 ই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই দিন প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা কবে ঢুকবে?
গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রাজ্য গুলোর সাথে গ্রাম উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল। সেখানে তিনি বলেন, এই যোজনায় সুবিধাভোগীদের প্রথম কিস্তির (PM Awas Yojana Installment) টাকা দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের সাথে কথাও বলবেন। আর এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
পিএম আবাস যোজনায় কতজন টাকা পাবে?
জানা গিয়েছে 15 ই সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীদের হাতে PM Awas Yojana কিস্তির টাকা তুলে দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, 2024-25 অর্থবর্ষের জন্য সকলকে চিঠিও দেওয়া হবে। গ্রামীন উন্নয়ন দফতরের তরফ থেকে বলা হয়েছে এই দিন অনুষ্ঠানে প্রচুর লোক অংশ গ্রহণ করবে তার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও লক্ষাধিক মানুষ যোগ দেবেন।
আবাস যোজনার নিয়মে বদল
PM Awas Yojana কিস্তি দেওয়ার পাশাপাশি অনেক নিয়মেও বদল আনা হয়েছে। জানানো হয়েছে মোটর চালিত দুই চাকার গাড়ি কিম্বা ফিশিং বোট, রেফ্রিজারেটর ও ল্যান্ডলাইন ফোনের মালিকানার মত নিয়ম গুলো সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে এই সীমা 10 হাজার টাকা ছিল এখন সেই সীমা বৃদ্ধি করে 15000 টাকা করা হয়েছে।
লক্ষ্মীবারে সুখবর! একধাক্কায় কমলো সোনার দাম। এই সুযোগ লুফে নিন
সেই সাথে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ড সরল করা হয়েছে বলে ঘোষনা করা হয়েছে। PM Awas Yojana লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেই বিষয়েও মন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে। গ্রামীন উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, 2024 সালের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি তৈরির লক্ষ্য ছিল। এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং 2.65 কোটি ঘর বানানো হয়েছে।
Written by Ananya Chakraborty.