অর্থনীতি

HDFC ও Axis ব্যাঙ্ক গ্রাহকরা সতর্ক হন! RBI-র কড়া নির্দেশ চমকে দিলো সকলকে

এখনকার দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকা বাধ্যতামূলক। কিন্তু এবারে HDFC এবং Axis Bank গ্রাহকদের জন্য বড় খবর। সম্প্রতি RBI (Reserve Bank of India) এর তরফে এই দুই ব্যাঙ্কের ওপরে জরিমানা আরোপের খবর পাওয়া গেল (Savings Account). আর এই খবর প্রকাশিত হতেই এই দুই ব্যাঙ্ক গ্রাহকদের অনেক জিজ্ঞাসা মনে উদিত হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় হল ‘টাকা সুরক্ষিত আছে তো?’

RBI Impose Penalty on HDFC Bank and Axis Bank

মূলত ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঙ্কের ভূমিকা অপরিসীম। আগে একটা সময় ছিল যখন দেশের অধিকাংশ মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল না। তবে, এখন সেই ছবি পুরোপুরি বদলে গিয়েছে। দেশের অধিকাংশ মানুষই এখন ব্যাঙ্কে টাকা সঞ্চয় করে থাকেন। তবে, দেশের মানুষদের অর্থ ব্যাঙ্কে সঞ্চয় রাখার পর যাতে তা সুরক্ষিত থাকে তার জন্য সব সময় নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্কের কড়া নির্দেশ

এই নজরদারি চালানোর ক্ষেত্রে কোথাও কোনো রকম অসঙ্গতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ওই ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে ফেলে আরবিআই। তারপর তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সেই রকমই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে HDFC Bank এবং Axis Bank ওপর জরিমানা আরোপ করা হয়েছে এবার।

জানা গিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুসরণের ক্ষেত্রে অবহেলার কারণে রিজার্ভ ব্যাঙ্ক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই আরবিআই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে তথ্য শেয়ার করেছে। মূলত সঠিকভাবে নিয়ম মেনে না চলার জন্য প্রায়শই বিভিন্ন ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপ করে আরবিআই। মূলত, RBI চায় যে ব্যাঙ্ক গুলি যাতে সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে চলে গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করে।

এমতাবস্থায়, আরবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এক্সিস ব্যাঙ্কের ওপর মোট ২.৯১ কোটি টাকার জরিমানা আরোপ করেছে। আরবিআই জানিয়েছে যে, ব্যাঙ্ক গুলির গ্রাহকদের দেওয়া পরিষেবা গুলিতে অবহেলার ঘটনা প্রকাশের পরে জরিমানার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে কেওয়াইসি (Bank KYC) থেকে শুরু করে ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক বেসরকারি এক্সিস ব্যাঙ্কের ওপর সর্বোচ্চ জরিমানা আরোপ করেছে। যার পরিমাণ হল ১.৯১ কোটি টাকা। মূলত, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের বিধি লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয়েছে। এছাড়াও, ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার, কেওয়াইসি সহ এগ্রিকালচার লোন সম্পর্কিত কিছু নির্দেশ অনুসরণ না করার জন্য এই ব্যাঙ্ককে জরিমানার সম্মুখীন হতে হয়েছে।

অপর দিকে, দেশের বৃহত্তম বেসরকারি HDFC-র ওপর আরবিআই ১ কোটি টাকা জরিমানা আরোপ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এই ব্যাঙ্কের ক্ষেত্রেও ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার, ব্যাঙ্কের সাথে যুক্ত রিকভারি এজেন্ট এবং ব্যাঙ্ক কাস্টমার্স সার্ভিসের জন্য নির্ধারিত নির্দেশিকা অনুসরণ না করার জন্য এইচডিএফসি ব্যাঙ্কের ওপর জরিমানা আরোপের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Gold Price (সোনার দাম আজকে)

এইচডিএফসি ব্যাঙ্ক এবং এক্সিস ব্যাঙ্কের ওপর আরোপিত জরিমানা সংক্রান্ত তথ্যের পাশাপাশি, ব্যাঙ্ক গুলির গ্রাহকদের ওপর এই জরিমানার কোনো প্রভাব গ্রাহকদের উপর পড়বে কিনা সেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে আরবিআই এর তরফে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, সংবিধিবদ্ধ এবং রেগুলেটরি ক্ষেত্রে ত্রুটির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অবশেষে সরকারি কর্মীদের দাবিপূরণ! DA বৃদ্ধি নিয়ে খুব শীঘ্রই ঘোষণা

দুই ব্যাঙ্কের গ্রাহকদের সাথে করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতাকে প্রভাবিত করবে না। সবমিলিয়ে, রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে গ্রাহকদের কোনো রকম অসুবিধা হবে না বলেই জানা গিয়েছে। আর এই নিয়ে গ্রাহকদের কোন চিন্তা করার দরকার নেই, তাদের টাকা সুরক্ষিত আছে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওর জন্য।Written by Sampriti Bose.

Related Articles