Passport Apply Online: নতুন পাসপোর্ট বানাতে চাইলে সাবধান! কেন্দ্র সকলকে সতর্ক করলো
মানুষের বিদেশযাত্রা (Foreign Travel) করার জন্যে গুরুত্বপুর্ণ নথি হল পাসপোর্ট (Passport Apply Online). এই পাসপোর্ট নিয়ে এখন জালিয়াতি শুরু হয়ে গিয়েছে। বহু ভুয়ো ওয়েবসাইট বেরিয়েছে যেখানে পাসপোর্ট (Passport) করে দেওয়ার নামে প্রতারণা করা হচ্ছে। বিদেশে মন্ত্রকের (Ministry of External Affairs) তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে কিছু মানুষ জাল ওয়েবসাইট তৈরি করে এই কাজ চালাচ্ছে।
Passport Apply Online in India
তাই নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ থাকলে তা শুধুমাত্র সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে (Passport Apply Online) করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনিও যদি সন্দেহভাজন কোনো ওয়েবসাইট দেখতে পান তাহলে কর্তৃপক্ষকে জানান। ভারতীয়দের পাসপোর্ট তৈরি করার জন্যে সরকারি পাসপোর্ট সেবা পোর্টাল প্রযুক্তিগত মেরামতের জন্যে সাময়িকভাবে বন্ধ ছিল।
ভারতীয় পাসপোর্টে অনলাইন আবেদন
অনেকে মনে করেছিল দীর্ঘ সময়ের জন্যে এই পোর্টাল বন্ধ থাকতে পারে। তবে প্রযুক্তিগত ত্রুটি মেরামতের পর 1 লা সেপ্টেম্বর 7 টায় পোর্টালটি খোলা হয়। সম্প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য বহু ওয়েবসাইট বেরিয়েছে। আর এই সব ওয়েবসাইট গুলো পাসপোর্ট (Passport Apply Online) তৈরির নাম করে মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। বিদেশমন্ত্রক এই ধরনের প্রতারণার হাত থেকে সতর্ক থাকার কথা বলছে।
বিদেশমন্ত্রক দেশবাসীকে সতর্ক করলো
বিদেশমন্ত্রক সতর্ক করছে যে কিছু জাল ওয়েবসাইট মানুষের ব্যাক্তিগত তথ্য চুরি করছে এবং পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা গুলোর জন্য অতিরক্ত অর্থ চাইছে। এই দিকে এই পরিষেবা গুলোর জন্য ভারত সরকারের যে ওয়েবসাইট (Passport Apply Online) আছে সেখানে অনেক কম টাকা নেওয়া হয়। আর এই সকল ওয়েবসাইটের নাম জেনে আপনারা সতর্ক হতে পারবেন।
কিছু জাল ওয়েবসাইটের নাম
- www.applypassport.org
- www.online-passportindia.com
- www.passportindiaportal.in
- www.passport-india.in
- www.passport-seva.in
- www.indiapassport.org
How to Prevent Passport Fraud
1) পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজ করার জন্যে সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে এই কাজ করুন।
2) যদি কোনো ওয়েবসাইট আপনার কছে পাসপোর্ট করে দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ চায় তাহলে বুঝবেন তা ভুয়ো।
3) অনেক প্রতারকরা তাদের ওয়েবসাইটের ডোমেন নাম .org .in রাখে। এই ডোমেন নামের ওয়েবসাইট থেকে বিরত থাকুন।
4) আপনি অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in এই নামে আছে কিনা তা সর্বদা চেক করুন। ইউআরএলটি চেক করে নিন।
5) আপনি যদি কোনও জাল ওয়েবসাইট খুঁজে পান, তাহলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
6) এর মাধ্যমে অন্যরাও প্রতারণার (Passport Apply Online) হাত থেকে রক্ষা পেতে পারেন।
Written by Ananya Chakraborty.