ছুটি

Bank Holidays: টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। RBI গ্রাহকদের জানিয়ে দিল

এবারে ব্যাঙ্কে টানা ছুটি (Bank Holidays) নিয়ে বড় খবর পাওয়া গেল মাসের শেষ পর্যায়ে এসে। সামনেই এসে গেছে দুর্গাপূজা (Durga Puja 2024) আর এই সময়ে প্রত্যেক মানুষের ক্যাশ টাকার দরকার হয়, কিন্তু এমনই সময়ে ব্যাঙ্ক বন্ধ থাকলে শুধুমাত্র সাধারণ মানুষ নয় এরই সঙ্গে সকল ব্যবসায়ীদেরও সমস্যা হয় কারন পুজোর বাজারে টাকা না তুলতে (Cash Withdrawal) পারলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।

Long Bank Holidays in September 2024

বর্তমান যুগে ব্যাঙ্কিং পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষকে ব্যাঙ্কে যেতে হয়। কিন্তু ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকলে খুব সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আর্থিক লেনদেন করার অসুবিধার কারণে মানুষ অসহায় হয়ে পড়ে। এমত অবস্থায় সকলের আগে থাকতেই জেনে রাখতে হবে ব্যাঙ্ক কবে কবে তার এলাকায় বন্ধ থাকছে।

ব্যাঙ্ক বন্ধ থাকবে ৪ দিন!

তাহলেই সমস্যার হাত থেকে সমাধান মিলতে পারে সাধারণ মানুষদের। চলতি সপ্তাহ এবং তারপরের সপ্তাহ জুড়ে রয়েছে আঞ্চলিক ছুটি আর উৎসব। আর তার মাঝেই পড়ে গিয়েছে সপ্তাহান্তের ছুটি। যার ফলে দেশের কয়েকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই। যদিও সারা ভারত জুড়ে অবশ্য সমস্ত ছুটি (Bank Holidays) পালিত হবে না।

পশ্চিমবঙ্গে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?

তাহলে এই ছুটির মরশুমে ব্যাঙ্ক যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা খোলা থাকবে কি না, তা জেনে নিতে হবে। সব মিলিয়ে চলতি বছরের চলতি মাসে প্রায় ১৪ দিন বন্ধ থাকছে সমস্ত পাবলিক এবং প্রাইভেট ব্যাঙ্ক। এর মধ্যে অবশ্য রয়েছে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার সহ সপ্তাহান্তের ছুটিও। এছাড়া ধর্মীয় উৎসব এবং আঞ্চলিক উৎসবের ছুটি (Bank Holidays) তো রয়েছেই।

ব্যাঙ্কে ATM খোলা থাকবে?

সেই অনুযায়ী, ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করতে হবে। তবে নগদের প্রয়োজন হলে গ্রাহকের কোনও সমস্যা হবে না। কারণ অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে তা করা যেতে পারে। তবে যদি ব্যাংকের তরফে কোনো নোটিফিকেশন আসে, সেটা আলাদা ব্যাপার। এমনকী টাকা তোলার জন্য ব্যাঙ্কের এটিএম (Bank ATM) ব্যবহার করা যেতে পারে।

Bank Holidays in September 2024

১) ১৪ই সেপ্টেম্বর – দ্বিতীয় শনিবার, প্রথম ওনাম। ফলে, ছুটি থাকবে কোচি, রাঁচি এবং তিরুবনন্তপুরমে।
২) ১৫ই সেপ্টেম্বর – রবিবার।
৩) ১৬ই সেপ্টেম্বর – বড় ভাফাত, এতে ছুটি থাকবে প্রায় সমগ্র ভারত।
৪) ১৭ সেপ্টেম্বর – মিলাদ-উন-নবী, এতে ছুটি থাকবে গ্যাংটক ও রায়পুরে।

Fixed Deposit Interest Rate (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

৫) ১৮ সেপ্টেম্বর – পাং লাহাবসোল, এতে ছুটি থাকবে অসমে।
৬) ২০ সেপ্টেম্বর – ঈদ-ই-মিলাদ-উল-নবী, এতে ছুটি থাকবে জম্মু ও শ্রীনগরে।
৭) ২২ সেপ্টেম্বর – রবিবার।
৮) ২১ সেপ্টেম্বর – শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, এতে ছুটি থাকবে কোচি এবং তিরুবনন্তপুরমে।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬০ হাজার জমালে ৫ বছরে কত রিটার্ন?

৯) ২৩ সেপ্টেম্বর – মহারাজা হরি সিংয়ের জন্মদিন, এতে ছুটি থাকবে জম্মু ও শ্রীনগরে।
১০) ২৮ সেপ্টেম্বর – চতুর্থ শনিবার।
১১) ২৯ সেপ্টেম্বর – রবিবার।
Written by Sampriti Bose.

Related Articles