Govt Employees: DA ছাড়ুন! এবারে বাড়তি টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে
উৎসবের মরশুম শুরুর আগেই বেতন বাড়বে সরকারি কর্মীদের (Govt Employees). চলতি মাসেই খুশির খবর পাবেন সরকারি কর্মীরা। আবার এক দফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়বে কেন্দ্র সরকারি কর্মীদের। তবে যে শুধু মহার্ঘ ভাতা বাড়বে তা নয় এর সাথে বাড়তে পারে অনন্য ভাতা, কম্যুটেশন, নতুন বেতন কমিশন (8th Pay Commission) গঠন আর প্রবীণদের রেল ভাড়া কমানো নিয়েও বিবেচনা করছে মোদী সরকার।
Govt Employees DA Hike News
এবার আর অক্টোবর মাস নয় এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকেই বাড়বে মহার্ঘ ভাতা আর মহার্ঘ ত্রান। রিপোর্ট অনুযায়ি 25 শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক হতে চলেছে সেখানেই মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রান বৃদ্ধি কথা ঘোষনা করা হবে (Govt Employees). সামনেই হরিয়ানার বিধানসভা ভোট তাই তার আগেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষনা করবে মোদী সরকার বলে মনে করছে অনেকে।
DA কত শতাংশ বাড়বে?
নিয়ম অনুযায়ি বছরে দুই বার মহার্ঘ ভাতা, মহার্ঘ ত্রান বৃদ্ধি করে কেন্দ্র। প্রথম দফায় 4 শতাংশ বৃদ্ধি করেছিল জানুয়ারি মাসে আর এবার সেপ্টেম্বর মাসের শেষের দিকে মহার্ঘ ভাতা ঘোষনা হতে পারে। এই বৃদ্ধি কার্যকর হবে 1 লা জুলাই 2024 থেকে। এবার 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্র সরকার। 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে কর্মীদের (Govt Employees) মহার্ঘ ভাতার পরিমান হবে 53%.
এর আগে বেশ কয়েকবার 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র সরকার। চলতি বছর জানুয়ারি মাসেও 4% বেড়েছে মহার্ঘ ভাতা। এখন কেন্দ্র সরকারি কর্মীরা (Govt Employees) সপ্তম বেতন কমিশনের আওতায় 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার 3% হারে মহার্ঘ ভাতা বাড়ান হবে, সাথে মহার্ঘ ত্রানও। জুন থেকে AICPI সূচকে 1.5 পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে। মে মাসে যা ছিল 139.9 পয়েন্টে। বর্তমানে তা বেড়ে হয়েছে 141.4.
মহার্ঘ ভাতা বৃদ্ধির হিসেব
এবার যদি সপ্তম বেতন কমিশনের আওতায় 3-4% বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা তাহলে যে সব সরকারি কর্মীদের (Govt Employees) মূল বেতন 18 হাজার টাকা তাদের মাসে 720 টাকা অর্থাৎ বছরে 8640 টাকা বৃদ্ধি পাবে। যে সব কর্মীদের মূল বেতন 20 হাজার তাদের মাসে 400 টাকা অর্থাৎ বছরে 9 হাজার 600 টাকা বৃদ্ধি পাবে। যদি কোনো কর্মীর মূল বেতন 25 হাজার হয় তাহলে 1000 টাকা বছরে 12000 টাকা বৃদ্ধি পাবে।
যাদের মূল বেতন 30 হাজার টাকা তাদের মাসে 1200 টাকা আর বছরে 14400 টাকা বৃদ্ধি পাবে। যাদের মূল বেতন 50 হাজার টাকা তাদের মাসে 2 হাজার টাকা আর বছরে 24 হাজার টাকা বৃদ্ধি পাবে। সরকার তাদের কর্মীদের ভাতা বাড়াচ্ছে তারা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আর এবার সেপ্টেম্বরের শেষের দিকে 3% বৃদ্ধি পেলে তা হবে 53%.
Written by Ananya Chakraborty.