অর্থনীতি

Savings Account: এই পরিমাণ টাকাই রাখতে পারবেন অ্যাকাউন্টে! না মানলে IT নোটিশ অনিবার্য

এখন দেশের প্রায় সব মানুষেরই সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) আছে। আর সকলেই নিজেদের সামর্থ্য অনুসারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে পছন্দ করেন। কিন্তু ইনকাম ট্যাক্সের কিছু নিয়ম (Income Tax Department Rule) আছে এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে। আর এই সকল নিয়ম না জানা থাকলে অনেক সময় গ্রাহকদের ইনকাম ট্যাক্স নোটিশের (Income tax Notice) আওতায় পরার সম্ভাবনা থাকে।

Know the Income Tax Rule on Savings Account Money

আর একবার ইনকাম ট্যাক্সের তরফে নোটিশ এসে গেলে ঘাবড়ে যান অনেকে। কিন্তু আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Savings Account) টাকা রাখা ছাড়াও আরও কি কি বিনিয়োগের ক্ষেত্রে এই নোটিশ আপনারা পেতে পারেন সেই সম্পর্কে জেনে নিন সুরক্ষিত থাকার জন্য এবং নিজের কষ্টের উপার্জনের টাকাকে সুরক্ষিত রাখার জন্য।

ব্যাঙ্কে টাকা জমা দেওয়ায় ইনকাম ট্যাক্স রুল

আপনি যদি আয়কর রিটার্ন (ITR) ফাইল করে থাকেন তাহলে এই নিয়ম গুলো সম্পর্কে আপনাদের জেনে রাখতে হবে। অনেকে আছে যারা এখনো জানে না সরকার নগদ টাকা লেনদেনের (Savings Account Transaction) নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। এই নির্দিষ্ট সীমা লঙ্ঘন করলে আপনাকে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর। কত টাকা সীমা বেঁধে দেওয়া হয়েছে চলুন দেখে নিন।

ইনকাম ট্যাক্স নোটিশ কেন আসে?

আমরা সবাই জানি আয়কর রিটার্ন দাখিল করার সময় আয়কর দফতরকে লেনদেন সংক্রান্ত বিষয়ে জানাতে হয়। এমনকি নির্দিষ্ট করে দেওয়া সীমার উপরে টাকা Fixed Deposit, Mutual Fund Investment, সম্পত্তি বা শেয়ার কেনাবেচার কথাও উল্লেখ করতে হয় আয়কর দফতরের কাছে (Savings Account). আয়কর রিটার্ন দাখিল করার সময় অনেকেই এই তথ্য গুলো তুলে ধরেন না তখন বাতিল হয়ে যায় ITR.

আর তখন আয়কর দফতরের তরফ থেকে নোটিস পাঠানো হয়। তাই এই আয়কর দফতরের নোটিস যাতে না আসে তার জন্যে Savings Account এ টাকা রাখার যে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। আয়কর দফতরের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া সীমা। এই সঙ্গে আরও কিছু কারণ জেনে নেওয়া যাক যে কেন এই নোটিশ আসে।

PMSYM Yojana (প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা)

সরকারের নিয়ম অনুযায়ী একটি অর্থবর্ষে Savings Account 10 লক্ষ টাকার বেশি লেনদেন করা যায় না। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা 50 লক্ষ টাকা। আর একক লেনদেনের ক্ষেত্রে 2 লক্ষের বেশি টাকা লেনদেন করা যাবে না। এছাড়াও ফিক্সড ডিপোজিটের অর্থ বিনিয়োগের সীমা 10 লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। যদি একাধিক অ্যাকাউন্টের থেকে FD করেন তাহলেও সীমা 10 লক্ষ রাখা হয়েছে।

UPI-র মাধ্যমে লেনদেনে নিয়ম বদল! না জানলে সমস্যায় সমস্যা গ্রাহকদের

এই সীমা পার করলেই আয়কর দফতরকে নিজেদের আয়ের উৎস সম্পর্কে জানাতে হবে। যদি কেউ 30 লক্ষ টাকা বেশি সম্পত্তি বিক্রি করেন তাহলে আয়কর দফতরকে তা জানাতে হবে। শহুরে এলাকায় সম্পত্তি কেনা বেচার সীমা 50 লক্ষ টাকা আর গ্রামীন এলাকায় সীমা 20 লক্ষ টাকা রাখা হয়েছে। আর এর মধ্যে কোন নিয়ম না মানলেই আয়কর নোটিশ পাওয়া অনিবার্য।
Written by Ananya Chakraborty.

Related Articles