গুরুত্বপূর্ণ খবর

Pension Plan: পেনশন দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্ত। অবশেষে সমস্যা মিটল!

অবসর জীবনে পেনশন (Pension Plan) পাওয়ার জন্য এখনকার দিনে অনেকেই অনেক ধরণের বিনিয়োগ স্কিমে টাকা জমিয়ে থাকেন। কিন্তু সরকারি কর্মীরা রাজ্য হোক বা কেন্দ্র সরকারের তরফে এই পেনশন (Pension) পেয়ে থাকেন। আর এবারে এই নিয়ে সরকারের তরফে দারুণ সিদ্ধান্ত নেওয়া হল সকলের সুবিধার কথা মাথায় রেখে। তাহলে এই সম্পর্কে সকল বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Individual Pension Plan for Government Employees

আর পেনশন (Pension Plan) পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এবার থেকে ঠিক সময়ে পেনশনভোগীরা (Pensioneers) তাদের পেনশন হাতে পেয়ে যাবেন। কেন্দ্র সরকার তাদের পেনশনভোগীদের জন্যে নিল বড় সিদ্ধান্ত। এর ফলে পেনশন পেতে যে দেরি হত তার জট কাটবে। আর দীর্ঘ দিন ধরে এই দাবি করা হচ্ছিলো। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

পেনশন নিয়ে সরকারের কি সিদ্ধান্ত?

কেন্দ্র সরকার সরকারি কর্মীদের পেনশন পেতে দেরি হওয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে। কেন্দ্র সরকারে এই পদক্ষেপের ফলে পেনশন (Pension Plan) পেতে আর দেরি হবে না ঠিক সময় মত তারা পেনশন পেয়ে যাবে। কেন্দ্র সরকার পেনশনভোগীদের জন্যে সময় সীমা বেঁধে দিয়েছে। এই সময় সীমা অনুযায়ী তাদের পেনশন প্রক্রিয়া করা হবে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস একটি অফিস মেমোরেন্ডাম জারি করেছে। যাতে কতৃপক্ষকে CCS (পেনশন) নিয়ম, 2021 এর অধীনে নির্ধারিত সময় সীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ম সম্পর্কে না জানা থাকলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হল।

CCS এর নিয়ম কি?

CCS (পেনশন) বিধি, 2021 অনুযায়ি পেনশনের মামলা গুলো সময় মত পূরণ করা বাধ্যতামূলক। যাতে অবসর প্রাপ্ত কর্মীরা সময় মত পেনশন (Pension Plan) পেতে পারেন। এই জন্যে কর্মচারীদের তাদের পরিষেবা রেকর্ড পরীক্ষা করতে হবে এবং তাদের অবসরের এক বছর আগে অন্যান্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

পেনশন পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া

অবসর নেওয়ার এক বছর আগে পরিষেবার বিবরণ এবং অন্যান্য গুরুত্ব পূর্ণ কাজের যাচাই করণ শুরু করা হবে। কেন্দ্র সরকারি কর্মীদের তাদের অবসর নেওয়ার 6 মাস আগে পেনশন ফর্ম জমা দিতে হবে। অফিস প্রধানকে অবসর নেওয়ার 4 মাস আগে পেনশনের ব্যাপারে পেনশন অ্যাকাউন্টস অফিসে পাঠাতে হবে। কোনো কর্মচারীর পেনশন (Pension Plan) ও গ্রাচুইটির চূড়ান্ত সিদ্ধান্ত না হলে।

PMSYM Yojana (প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা)

তাকে অবসরে যেতে হলে তাকে অস্থায়ী পেনশন (Pension Plan) দেওয়া হবে বলেও বিধিমালায় লেখা রয়েছে। সরকার সব পেনশন অ্যাকাউন্টিং অফিসকে পেনশন মামলা প্রক্রিয়াকরণের সময় সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। যাতে অবসরকালীন বকেয়া সময় মতো পরিশোধ করা যায়। আর সরকারি কর্মীদের কি কি নথি আগের থেকে প্রস্তুত রাখতে হবে দেখে নিন।

DA ছাড়ুন! এবারে বাড়তি টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে

পেনশন পেতে কি কি নথি লাগবে?

এই কাজ করার জন্যে পেনশনভোগীর নাম, অবসরের তারিখ, অবসর গ্রহণের 6 মাস আগের পেনশনভোগীর নথি জমা দেওয়ার তারিখ, আর অবসরের 4 মাস আগের অফিস কর্তৃক পেনশন অ্যাকাউন্টিং অফিসে পেনশন পাঠানোর তারিখ এই সব লাগবে। আর এই সকল নিয়ম সঠিক ভাবে পালন হলে সরকারি কর্মীরা অবসরের পরের মাস থেকেই পেনশন পেতে পারবেন বলেই মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

Related Articles