চাকরি

Govt Employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হল

দীর্ঘ অপেক্ষার অবসান। এবার পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal State Government Employees) জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে GPF (General Provident Fund) সুদের হার গণনার নিয়মে আসতে চলেছে বিরাট বদল। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র বাকি কয়েকটা দিন। সামনেই অক্টোবর মাস। আর অক্টোবর মাসের শুরু থেকেই পুজোর আনন্দে মেতে উঠতে চলেছে বাঙালি।

GPF Interest Rate Govt Employees Benefits

তার আগেই এবার রাজ্য সরকারি কর্মীদের (State Govt Employees) জন্য বড় খবর! নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। কয়েক দিন আগেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখান রাজ্য সরকারের তরফ থেকে জিপিএফে সুদের হার গণনার নিয়মে বদল করার কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের সময় অথবা চাকরি ছাড়ার সময় জিপিএফ বাবদ যে টাকা পাওয়ার কথা।

সরকারি কর্মীদের জন্য অর্থদফতরের বিজ্ঞপ্তি

এবার সেটা গণনার পদ্ধতিতেই পরিবর্তন আসছে (Govt Employees). অর্থ দফতরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থ দফতরের তরফ থেকে জারি করা নয়া বিজ্ঞপ্তি বলছে, জিপিএফে যখন চূড়ান্ত পেমেন্ট হবে, তার আগের মাস অবধি সুদ গণনা করা হবে।

GPF সুদের হার পরিবর্তন

শুধু তাই নয়, জিপিএফের অর্থ দিতে যদি মাস ছয়েক মতো দেরি হয়, তাহলে ওই কর্মী নিজের জিপিএফে সঞ্চিত টাকার ওপর বিলম্বিত সময়ের জন্যেও সুদ পাবেন। অবশ্য এক্ষেত্রে উল্লেখ্য, জিপিএফে সুদের হার নিয়ে আগেই ঘোষণা করা হয়েছিল। সুদের হার ৭.১% রাখার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা (Govt Employees) জিপিএফে ৭.১% হারেই সুদ পাচ্ছেন।

এবার এই সুদের হার গণনার নিয়মেই বদল করার কথা ঘোষণা করা হল। জানা যাচ্ছে, গত ১১ সেপ্টেম্বর অর্থ দফতরের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল (Govt Employees). সেই সঙ্গেই নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষক এবং শিক্ষা কর্মীরা জিপিএফের মাধ্যমে যে টাকা জমা করেন, দরকার পড়লে সেটার ভিত্তিতে পরবর্তীতে তাঁরা ঋণের জন্য আবেদন করতে পারবেন।

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর অবধি শিক্ষক এবং শিক্ষা কর্মীরা নিজেদের সঞ্চিত টাকা থেকে দুই ধরণের ঋণ নিতে পারবেন। এই দিকে সরকারের তরফ থেকে ইতি মধ্যেই জিপিএফের সকল ব্যবস্থা অনলাইনে করার কাজ সম্পন্ন হয়েছে (Govt Employees). জিপিএফ সংক্রান্ত যে কোন‌ও প্রক্রিয়া করতে গেলে প্রথমে স্কুল কর্তৃপক্ষের কাছে অনলাইন বা অফলাইন মাধ্যমে দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা কর্মীকে।

সেই দরখাস্ত নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইন্টিগ্রেটেড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম মডিউল তৈরি করা হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে ডিআইদের কাছে তা পাঠাতে হবে। সেখান থেকে তা যাবে ডাইরেক্টরেট পেনশন প্রভিডেন্ট ফান্ড গ্র‍্যাচুইটি অথরিটির কাছে (Govt Employees). সেখান থেকে অনুমোদন এলে অর্থ সরাসরি শিক্ষক বা শিক্ষা কর্মীদের একাউন্টে ঢুকবে।

School Teacher (পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক)

এই দিকে সম্প্রতি জিপিএফ নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছেন প্রিন্সিপ্যাল একাউন্ট্যান্ট জেনারেল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (Govt Employees) বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র অনলাইনেই দেখতে পারবেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইতি মধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি।

5 হাজার জমিয়ে 5 লাখ রিটার্ন চাই? এই ফর্মুলা জানলেই কেল্লাফতে

এই দিকে সম্প্রতি আবার সরকারি শিক্ষকদের জিপিএফ লোন সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। এর জেরে সুবিধা পাবেন শিক্ষকরা। তবে, শিক্ষকদের পাশাপাশি সুবিধা পাবেন রাজ্য সরকারি অসংখ্য কর্মচারীরা। উৎসবের মরশুমে এটি তাদের জন্য একটি বড় সুখবর বলা যায়।
Written by Sampriti Bose.

Related Articles