রোজগার

Lottery: দুর্গাপুজো বাম্পার লটারি জেতার সহজ উপায়! জেনে নিলে এবারেই জিতবেন

লটারি জেতার উপায় (How to Win Lottery) কি? এই প্রশ্ন দেশের তথা দুনিয়ার সকল মানুষের মনে কখন না কখন উদিত হয়। কিন্তু এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত কেউই ঠিক করে জেনে উঠতে পারেননি। কারণ অনেকেই মনে করেন যে লটারি সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। হ্যাঁ এইটা ঠিকই কিন্তু কর্ম না করলে যে ভাগ্য সাথ দেয়না সেটাও অনেকেই মনে করেন।

How to Win Lottery

কিন্তু এখন পুজোর মরশুম প্রায় শুরু হয়ে গিয়েছে। এরই সঙ্গে অনেকে এখন পুজো বাম্পার লটারি কিনতে চাইছেন, আর তাদের জন্য এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নেওয়া উচিত। কিছু দিন আগেই গনেশ চতুর্থী আর বিশ্বকর্মা পুজো হয়ে গেল (Lottery). আর হাতে গোনা কয়েক দিন বাকি তারপরে শুরু হযে যাবে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো।

লটারি জেতার উপায়

কয়েক দিন পর পুজো আর পুজোর আগে বেশির ভাগ মানুষ চায় সাইড ইনকাম করতে তার জন্যে বহু মানুষ লটারি কাটেন। কেউ লটারি কেটে জিতছেন তো আবার কেউ হারছেন। এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের জানাব লটারি কাটার কিছু টিপসের (Lottery Winning Tips) ব্যাপারে। তবে এই পদ্ধতি গুলো জানলেই যে লটারি জিতবেনই এমনটা কিন্তু নয়।

লটারি জেতার ফর্মুলা 2024

লটারি কাটার টিপসের (Lottery Tips) ব্যাপারে আপনাদের বললেও একটি বিষয় মনে রাখবেন সব জিনিসেরই অভিজ্ঞতা খুব প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে তাতে সফল হওয়া মুশকিল। যেই মানুষের লটারি কাটার অভিজ্ঞতা আছে অনেক দিনের তার জেতার সম্ভবনা বেশি। ঠিক এমনই আপনার যদি লটারি জেতার টিপস নিয়ে যদি পুর্ব অভিজ্ঞতা থাকে তাহলে বাকিদের তুলনায় সহজেই আপনি লটারি জিততে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন এই লটারি কাটা যেন নেশায় না পরিণত হয়।

লটারি জেতার টিপস

1) লটারি কাটতে গেলে তাড়াহুড়ো না করে শান্ত মনে লটারি কাটুন। নিজের পছন্দের সংখ্যা দেখে কাটতে পারেন।
2) অনেকে শুভ সংখ্যা ও দিন শুভ দিন মানেন তা দেখে কাটতে পারেন।
3) আগে যে নম্বর গুলোতে পুরস্কার বেঁধেছে সেই নম্বর বাদ দিয়ে কাটবেন। পরের দিন ঠিক তার বিপরীত নাম্বারে টিকিট কাটবেন।

4) টিকিট কাটার সময় মিডিল নাম্বার দেখে টিকিট কাটবেন। কারন এই নাম্বার ঠিকমত নির্বাচন করা জরুরী।
5) বেশিরভাগ পুরস্কার প্রাপকদের টিকিটে 1 নম্বর দেখা যায় আপনি চাইলে এই 1 নম্বর থাকা টিকিট কাটতে পারেন।
6) আপনার আগে যদি কেউ আপনার চেনা পরিচিত লটারি কেটে জিতে থাকে তাহলে তার কাছ থেকে পরামর্শ নিয়ে লটারি কাটতে পারেন। আবার লটারি কাটার সময় যে দোকানে Lottery বেশি আছে সে দোকান থেকে লটারি কাটুন কারনে সেখানে অনেক লটারি পাবেন।

LPG Gas (রান্নার গ্যাস)

8) সব থেকে কম দামের টিকিট থেকে শুরু করতে পারেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে বেশি দামি টিকিট কাটতে পারেন।
9) যেই দিন আপনি ভাবছেন লটারি কাটবেন তার এক সপ্তাহ আগের রেজাল্ট এর দেখবেন।
10) 0 থেকে 9 এর মধ্যে সব সংখ্যাই Lottery টিকিটে থাকে। ধরুন এর আগে যে টিকিটে পুরস্কার পাওয়া গিয়েছে তাতে 7 নম্বর দিয়ে শুরু ছিল। তাহলে আপনি 8 নম্বর দিয়ে শুরু টিকিট কাটবেন।

কৃষকবন্ধুদের কপাল খুলে গেল! নতুন প্রকল্পে ৩৫০০০ কোটি অনুমোদন শুরু করলো সরকার

আমরা কোনো সময় Lottery Ticket কেনা বা কাটাকে সমর্থন করি না। আর আমরা কাউকে লটারি কাটার জন্য উৎসাহিত করি না। সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে ও নিজের সিদ্ধান্তে লটারি কাটুন। তবে একটি কথা মাথায় রাখবেন লটারি কাটা যেন নেশায় পরিণত না হয়। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles