PMKMY Yojana: চাকরি না করলেও পেনশন পাবেন প্রতিমাসে! পুরুষ মহিলা সবার জন্য এই প্রকল্প
এখন অনেকেই ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিনিয়োগ করেন আর বৃদ্ধ বয়সে পেনশন দেওয়ার জন্য PMKMY Yojana বা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে এসেছে। আর এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে সকলেই চাকরি না করলেও প্রতিমাসে পেনশন (Pension) পেয়ে যাবেন বিনা পরিশ্রমে। এই স্কিম সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাক (Pradhan Mantri Kisan Maandhan Yojana).
Central Government PMKMY Yojana Provide Pension
আমরা অনেকেই জানি পেনশন শুধুমাত্র সরকারি কর্মীরাই পায়। তবে এখন দেশের নাগরিকরাও পেনশন পেতে পারবেন। দেশবাসীর সুবিধার্থে একটি স্কীম (PMKMY Yojana) অনেক দিন আগেই চালু করেছে কেন্দ্র সরকার। তবে এই স্কীম দেশের কৃষকদের জন্যে। দেশের কৃষকদের জন্যে বহু যোজনা চালু করেছে কেন্দ্র সরকার। আজ এমনই একটি প্রকল্প নিয়ে আপনাদের বলব।
প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ২০২৪
ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তাই কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য নানা রকমের প্রকল্প চালু করেছেন। এমন একটি প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা 60 বছরের পর থেকে 3000 টাকা করে প্রতি মাসে পেনশন (PMKMY Yojana) পেয়ে থাকেন। কেন্দ্র সরকার কৃষকদের জন্য এই স্কীম চালু করেছে এই কারনে যাতে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা যায়।
আর এই প্রকল্প অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) দেখেই তৈরি করা হয়েছে বলে মনে করছেন অনেকে। মাঝে মধ্যেই শোনা যায় চাষিরা চাষ করে আশানুরূপ লাভ করতে পারছেন না। এর ফলে তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PMKMY Yojana) চালু করেছে।
পিএম কিষাণ মানধনে আবেদনের যোগ্যতা
- 2 হেক্টর পর্যন্ত জমির মালিকানাধীন কৃষক হতে হবে।
- মাসিক আয় 15 হাজার এর নিচে থাকতে হবে।
- বয়স 20 থেকে 42 এর মধ্যে হতে হবে।
- করদাতা হলে আবেদন করতে পারবেন না।
- EPFO, NPS, বা ESIC-র সদস্য হলেও আবেদন করতে পারবে না।
- আবেদনকারীকে ভারতীয় আর কৃষক হতে হবে।
PMKMY Yojana Online Premium
কিষাণ মানধন যোজনায় আবেদনকারীকে মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা দিতে হবে। আবেদন করার বয়স 20 থেকে 42 এর মধ্যে হতে হবে। 60 বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে তারপরে 60 বছর বয়সের পর থেকে 3000 টাকা প্রিমিয়াম পাবেন। যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য আধার কার্ড, ব্যাঙ্কের বই, পরিচয় প্রমান, ঠিকানার প্রমান, ফোন নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি লাগবে।
PMKMY Yojana Online Apply
1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।
2) সেল্ফ এনরোলমেন্টে ক্লিক করুন।
3) আপনার মোবাইল নাম্বারে পাঠান OTP ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
4) এরপর সব তথ্য দিয়ে ঠিক মত আবেদন পত্র পূরণ করে জমা দিন।
PMKMY Yojana Offline Apply
1) আপনি আপনার কাছের জন সেবা কেন্দ্রে গিয়ে আবেদন করুন।
2) প্রয়োজনীয় নথি জমা দিন আর রেজিস্ট্রেশন করুন। সব ঠিক থাকলে আপনার নাম নথিভুক্ত করা হবে।
3) আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে ই-ম্যান্ডেটের মাধ্যমে প্রিমিয়াম কাটা হবে।
Written by Ananya Chakraborty.