Ration Items: পুজোর মাসে দ্বিগুণ রেশন! সবার আগেই জেনে নিন
রাজ্যের কোটি কোটি মানুষের জন্য পুজোর মরশুমে রেশন সামগ্রী (Ration Items) নিয়ে দারুণ সুখবর। আমরা সকলেই জানি যে গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব অপরিসীম আর এই কার্ডের মাধ্যমে পাওয়া ফ্রি রেশন সামগ্রীর (Free Ration) মাধ্যমে অনেকেই নিজেদের ও নিজের পরিবারের মানুষদের ভরণপোষণ করছেন।
Get More Free Ration Items in October
মহালয়ার সাথে সাথে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আর কিছু দিন পর দুর্গাপূজা শুরু হয়ে যাবে। আর এই আবহের মাঝেই রেশন (Ration Items) নিয়ে বড় আপডেট এলো। এবার ও পুজোয় দেওয়া হবে কিছু রেশন কার্ডে অতিরিক্ত রেশন। কোন রেশন কার্ডে কত রেশন দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে।
Know How Much Free Ration you Will Get
প্রতিমাসে গ্রাহকদের কাছে ও SMS-র মাধ্যমে কি কি রেশন দেওয়া হবে কত পরিমানে (Ration Items Quantity) দেওয়া হবে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়। এর ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হয়েছে। আর অনেকেই এই সম্পর্কে কোন না কোন কারণের জন্য জানতে পারেন না আর শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই প্রতিবেদন যার মাধ্যমে সকলেই সব কিছু জেনে নিতে পারবেন।
অক্টোবর মাসে রেশন সামগ্রীর তালিকা
করোনার পর থেকেই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে কেন্দ্র সরকার। প্রতিমাসে দেশের সাধারন মানুষদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমান রেশন দেওয়া হয় (Ration Items). অক্টোবর মাসেও এর অন্যথা হবে না। এবার পুজোর আগে অনেককে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হবে। কোন কার্ডে কত সামগ্রী দেওয়া হবে জেনে নিন।
Antyodaya Anna Yojana Ration Card
যে সব গ্রাহকদের AAY রেশন কার্ড বা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তাদের সব থেকে বেশি রেশন দেওয়া হয় আর এবার পুজোর আগেও বেশি রেশন (Ration Items) দেওয়া হবে। এই কার্ডের গ্রাহকরা মাথাপিছু 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম গম, এবং 1 কেজি চিনি পাবেন। কেউ যদি গম নিতে না চায় তাহলে সে 14 কেজি আটা বা চাল নিতে পারবে।
Rajya Khadya Suraksha Yojana Ration Card
RKSY-1 আর RKSY-2 রেশন কার্ডে 5 কেজি করে চাল দেওয়া হত। তবে এখন আর তা দেওয়া হয় না। এখন এই কার্ডে শুধু মাথাপিছু 2 কেজি করে চাল দেওয়া হয়। আর এই কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১০ কোটি মানুষ নিজেদের খাদ্য সুরক্ষা নিশ্চিন্ত করছেন আর এই কারণের জন্য।
পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে
Special Priority Household & Priority Household Ration Card
যাদের এই SPHH ও PHH কার্ড দুটো রয়েছে তারা অক্টোবর মাসে মাথাপিছু 3 কেজি করে চাল, 1 কেজি 900 করে গম অথবা 2 কেজি আটা পাওয়া যাবে। এই কার্ডে চিনি দেওয়া হয় না। তবে এই কার্ড দুটোতে গমের পরিবর্তে চাল নিতে পারবে গ্রাহকরা। তবে রেশন (Ration Items) দোকানে চাল মজুত থাকলে তা পাবেন। না হলে গম নিতে হবে।Written by Ananya Chakraborty.