Post Office Scheme: পোস্ট অফিস দিচ্ছে কোটিপতি হওয়ার সুযোগ! কিভাবে হবেন?
পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প (Post Office Scheme) সম্পর্কে আমরা সকলেই জানি। দেশের সকল ধরণের মানুষদের জন্য অনেক ধরণের বিনিয়োগ স্কিম (Investment Scheme) নিয়ে হাজির হয়েছে। আর এই সকল স্কিমে টাকা বিনিয়োগ করার মাধ্যমে সকলে নিজেদের টাকা বিনিয়োগ করার মাধ্যমে অনেক টাকা রিটার্ন পেয়েছে। তাহলে আজকে এই রকমই একটা স্কিম সম্পর্কে জেনে নিতে চলেছি।
Post Office Scheme RD Interest Rate
পোস্ট অফিস ভারত সরকারের অধীনে হওয়ার জন্য দেশের সকল মানুষেরা নিজেদের কষ্টের টাকা এই স্কিমে (Post Office Scheme) বিনিয়োগ করে থাকেন। আর কিছু কিছু স্কিম বা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্কের থেকেও বেশি সুদ দেওয়া হয় এখানে এমন টাও মনে করেন অনেকে। ১ বছর থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত অনেক ধরণের বিনিয়োগ স্কিম আছে।
Recurring Deposit Scheme
আর আজকে আমরা পোস্ট অফিসের এমন এক স্কিম (Post Office Scheme) সম্পর্কে জেনে নিতে চলেছি যেই স্কিম সম্পর্কে অনেকেই জানেন না। আর এই স্কিমের নাম হল রেকারিং ডিপোজিট (Post Office RD). বর্তমানে এই স্কিমে পোস্ট অফিসের তরফে ৭% এর কাছাকাছি সুদ দেওয়া হচ্ছে। আর এই সুদের অনুপাতে আপনারা ১০ বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারবেন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট
প্রথমে গ্রাহকদের ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে আর এরপরে আরও ৫ বছরের জন্য আপনারা বিনিয়োগ করতে পারবেন। আর পরের ৫ বছর বিনিয়োগ না করলেও কোন সমস্যা নেই কারণ আপনি প্রথমের ৫ বছরের যেই টাকা বিনিয়োগ করেছেন সেই জমা টাকার হিসাবেই আপনারা সুদ (Post Office Scheme Interest Rate) পাবেন। আর এই সুদের পরিমাণ সময়ে সময়ে আলাদা আলাদা হয়ে থাকে।
পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে
আর কম সময়ে সুরক্ষিত ভাবে কোটিপতি হতে চাইলে এই স্কিমের থেকে বিকল্প আর কিছুই হতে পারে না। আর এই বিনিয়োগ করার আগে আপনারা এই স্কিমের সকল তথ্য সম্পর্কে জেনে নিয়ে তবেই আপনারা বিনিয়োগ করুন। এই সম্পর্কে কিছু মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।